নওরোজ হলো শান্তি ও ন্যায়বিচারের প্রতীক: রাসুলি
https://parstoday.ir/bn/news/iran-i120972
ইরানে গতকাল থেকে শুরু হয়েছে নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী উৎসব নওরোজ।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ২২, ২০২৩ ১৭:১৩ Asia/Dhaka

ইরানে গতকাল থেকে শুরু হয়েছে নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী উৎসব নওরোজ।

এই উৎসব ইরানের পাশাপাশি আরও বহু দেশে জাঁকজমকের সঙ্গে উদযাপন করা হয়। রেডিও তেহরান থেকে গতরাতে পরিবেশিত হয়েছে নওরোজ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান।

ইরানের বিশিষ্ট কূটনীতিক জনাব রাসুলি বলেছেন: নওরোজ হলো শান্তি ও ন্যায়বিচারের প্রতীক। তিনি আরও বলেন: নওরোজ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল আত্মীয়-আত্মীয়ের মধ্যে শান্তি ও বন্ধুত্বের সূচনা করে। তার পাশাপাশি, বিশ্বের মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নওরোজ। নওরোজ সংস্কৃতি পরস্পরকে কাছাকাছি নিয়ে আসে এবং একে অপরকে জানতে সহযোগিতা করে।

নাসির মাহমুদের রচনা ও নির্দেশনায় "নওরোজ" শীর্ষক ওই অনুষ্ঠানে অংশ নিয়েছেন আখতার জাহান, গাজি আব্দুর রশিদ, আশরাফুর রহমান ও নাসির মাহমুদ। কীভাবে পালন করা হয় নওরোজ? প্রাচীন এই সংস্কৃতির নানা দিক নিয়ে নাটকীয় ভঙ্গিতে পরিবেশিত অনুষ্ঠানটি শুনলে প্রশ্নের জবাব মেলবে।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।