ইউক্রেন যুদ্ধ বন্ধের পক্ষে নিজের অবস্থানে অটল রয়েছে ইরান: পররাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 23 Mar 2023 09:02:33 GMT )
মার্চ ২৩, ২০২৩ ১৫:০২ Asia/Dhaka
  • ইউক্রেন যুদ্ধ বন্ধের পক্ষে নিজের অবস্থানে অটল রয়েছে ইরান: পররাষ্ট্রমন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের পক্ষে তার দেশ যে অবস্থান নিয়েছিল তাতে তেহরান অটল রয়েছে। তিনি এ সংকট সমাধানে সহযোগিতা করতে তেহরানের প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেছেন।

আজ (বৃহস্পতিবার) সকালে সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিসের সঙ্গে এক ফোনালাপে তিনি তেহরানের এ অবস্থানের কথা জানান। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, যুদ্ধের বিরুদ্ধে ঘোষিত নীতির আলোকে ইউক্রেন সংকট সমাধানের ক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতা করতে তেহরান প্রস্তুত রয়েছে। টেলিফোনালাপে সুইস পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেয়ায় ইরানের প্রশংসা করেন। 

ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রভাব খর্ব করার পাশাপাশি ইউক্রেনে বসবাসরত রুশ ভাষাভাষি নাগরিকদের রক্ষা করতে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধের শুরু থেকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব কিয়েভের হাতে শত শত কোটি ডলারের অস্ত্র তুলে দিয়ে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিতে সহযোগিতা করেছে। পক্ষান্তরে ইরান শুরু থেকেই এ যুদ্ধের বিরোধিতা করে বিষয়টি নিয়ে রাশিয়া ও ইউক্রেন সরকারের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। ইরান ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ার হাতে ড্রোন তুলে দিয়েছে বলে পাশ্চাত্য যে অভিযোগ করে যাচ্ছে তাও বারবার প্রত্যাখ্যান করে এসেছে ইরান।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।