পাকিস্তানের ১১ সেনা নিহত ও ৭৮ জন আহত হয়েছেন: আইএসপিআর
(last modified Tue, 13 May 2025 11:14:09 GMT )
মে ১৩, ২০২৫ ১৭:১৪ Asia/Dhaka
  • পাকিস্তানের ১১ সেনা নিহত ও ৭৮ জন আহত হয়েছেন: আইএসপিআর

সম্প্রতি ভারতের হামলায় পাকিস্তানের ৪০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। হামলা প্রতিহত করতে গিয়ে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ১১ সদস্যও জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন ৭৮ জন।

আজ (মঙ্গলবার) পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছিল ভারত।

এরপর ৬ মে দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এ অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। এতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটে। এরপর দুই দেশ একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অবশেষে গত শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

আইএসপিআরের তথ্য অনুসারে, ভারতের হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭ জন নারী ও ১৫টি শিশু। এ ছাড়া হামলায় আরও ১২১ জন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, সংঘাতে পাকিস্তান সেনাবাহিনীর ছয় ও বিমানবাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর নিহত সদস্যরা হলেন নায়েক আবদুল রেহমান, ল্যান্সনায়েক দিলাওয়ার খান, ল্যান্সনায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহি মুহাম্মদ আদিল আকবর ও সিপাহি নিসার।

বিমানবাহিনীর নিহত সদস্যরা হলেন স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, করপোরাল টেকনিশিয়ান ফারুক ও সিনিয়র টেকনিশিয়ান মুবাশির।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সশস্ত্র বাহিনী মারকা-ই-হক ব্যানারের আওতায় দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে এবং অপারেশন বুনইয়ান উন মারসুসের মাধ্যমে সুনির্দিষ্ট ও কঠোর প্রতিশোধমূলক হামলা চালায়। শহীদদের মহৎ আত্মত্যাগ তাঁদের সাহস, নিষ্ঠা ও অটল দেশপ্রেমের এক চিরন্তন প্রতীক, যা চিরকাল জাতির স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।

বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভূখণ্ডগত অখণ্ডতাকে ভবিষ্যতে যেকোনোভাবে চ্যালেঞ্জ জানানো হলে তার জবাব দ্রুত, সর্বাত্মক ও চূড়ান্তভাবে দেওয়া হবে। এ ক্ষেত্রে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।

হামলায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে পাকিস্তান আইএসপিআর।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দিয়েছেন, অপারেশন বুনইয়ান উন মারসুসের ‘গৌরবময় সাফল্য’কে স্মরণ করে প্রতিবছর ১০ মে ‘ইয়াওম-এ-মারকা-ই-হক’ পালিত হবে।

এ ছাড়া ১৬ মে দেশের প্রতিরক্ষায় সশস্ত্র বাহিনীর অসাধারণ সাফল্যের প্রতি শ্রদ্ধা জানানো এবং মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশের দিন হিসেবে পালিত হবে বলেও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।#

পার্সটুডে/জিএআর/১৩