ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
দায়েশবিরোধী লড়াইয়ের নামে আমেরিকা সিরিয়ার জাতীয় সম্পদ লুট করছে
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সেনারা কয়েকটি বেসামরিক স্থাপনায় যে হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, আমেরিকা দায়েশবিরোধী লড়াইয়ের নামে সিরিয়ার জাতীয় সম্পদ লুটপাট করছে। সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের বিষয়ে আমেরিকার দাবিকে তিনি সরাসরি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেন।
নাসের কানয়ানি বলেন, আমেরিকা নিজেই দায়েশ সৃষ্টি করেছে এবং তারা এখন এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের দাবি করছে যা সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারণাপূর্ণ বক্তব্য। তারা সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের যে দাবি করছে তা মূলত সিরিয়ায় তাদের দখলদারিত্ব অব্যাহত রাখা এবং তেল-গ্যাস ও খাদ্যশস্যসহ দেশটির জাতীয় সম্পদ লুটপাটের একটি কৌশল।
কানয়ানি আরো বলেন, সিরিয়ায় মার্কিন অবৈধ দখলদারিত্ব এবং দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন এবং এর মধ্যদিয়ে সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডত্বকে মারাত্মকভাবে প্রশ্নের মুখে ফেলা হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২৬