ইসরাইলি পাশবিকতার বিরুদ্ধে সংহতি জোরদার করতে হবে: রায়িসি
(last modified Sat, 08 Apr 2023 04:33:40 GMT )
এপ্রিল ০৮, ২০২৩ ১০:৩৩ Asia/Dhaka
  • ইসরাইলি পাশবিকতার বিরুদ্ধে সংহতি জোরদার করতে হবে: রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইহুদিবাদী ইসরাইলের পাশবিকতার বিরুদ্ধে ঐক্য ও সংহতি জোরদার করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি গতকাল (শুক্রবার) তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।

গত মঙ্গলবার রাতে ইহুদিবাদী ইসরাইলি সেনারা পশ্চিম তীরের আল-আকসা মসজিদে নামাজ আদায়রত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর চড়াও হয়।তারা মুসল্লিদের বেধড়ক মারপিট করে এবং বহু ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়।ওই হামলার ব্যাপারে এরদোগানের সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট রায়িসি।

আল-আকসা মসজিদে হামলার ব্যাপারে করণীয় ঠিক করতে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসিকে জরুরি বৈঠকে বসার আহ্বান পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট রায়িসি। তিনি সিরিয়া ও লেবাননে ইসরাইলি বিমান হামলারও তীব্র নিন্দা জানান।

টেলিফোনালাপে রজব তাইয়্যেব এরদোগানও ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।  তুর্কি প্রেসিডেন্ট বলেন, দায়িত্বজ্ঞান ও ধৈর্য নিয়ে কাজ করলে ফিলিস্তিনে নতুন করে সহিংসতা এড়ানো সম্ভব হবে। তিনি আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলি ষড়যন্ত্র সম্পর্কে আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবহিত করার জন্য ইরানের ভুয়সী প্রশংসা করেন।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।