সামরিক শক্তিতে ইরানের সমকক্ষ নয় ইসরাইল: সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/iran-i121770-সামরিক_শক্তিতে_ইরানের_সমকক্ষ_নয়_ইসরাইল_সেনাপ্রধান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহীম মুসাভি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী কোনভাবেই ইরানের সামরিক বাহিনীর সমকক্ষ নয়। তিনি আরো বলেন, ইসরাইলের সামরিক বাহিনী অত্যাধুনিক গোলাবারুদের জন্য পশ্চিমাদের ওপর নির্ভরশীল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১০, ২০২৩ ১৮:৫৮ Asia/Dhaka
  • সামরিক শক্তিতে ইরানের সমকক্ষ নয় ইসরাইল: সেনাপ্রধান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহীম মুসাভি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী কোনভাবেই ইরানের সামরিক বাহিনীর সমকক্ষ নয়। তিনি আরো বলেন, ইসরাইলের সামরিক বাহিনী অত্যাধুনিক গোলাবারুদের জন্য পশ্চিমাদের ওপর নির্ভরশীল।

ইসরাইলের সেনাবাহিনীর চিফ অফিস স্টাফ সম্প্রতি হুমকি দিয়েছেন যে, তারা ইরানের ওপরে হামলা চালাতে প্রস্তুত রয়েছেন, এমনকি এ ব্যাপারে তাদের আমেরিকার সহযোগিতা প্রয়োজন নেই। ইসরাইলের সেনাপ্রধানের এই বক্তব্যের জবাবে ইরানের সেনাপ্রধান তার দেশের সামরিক শক্তির কথা তুলে ধরলেন।
জেনারেল মুসাভি বলেন, ইসরাইলি সেনাপ্রধান ইরানের ওপর হামলার হুমকি দিয়ে মূলত তার দেশের সেনাদের মনবল বাড়ানোর চেষ্টা করেছেন এবং এই মুহূর্তে ইহুদিবাদী ইসরাইল যে অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করছে তা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর কৌশল অবলম্বন করেছেন।
জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, যারা দুই পক্ষের সামরিক শক্তি সম্পর্কে ধারণা রাখে তারা বুঝতে পারবে যে, ইহুদিবাদী ইসরাইলের সর্ব-সাম্প্রতিক সক্ষমতা এবং সামরিক বাহিনীর আকার বড়জোর ইরাকের বিরুদ্ধে যুদ্ধের সময় ইরানের যে শক্তি ছিল তার সমান হতে পারে। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাক-ইরান যুদ্ধ স্থায়ী হয়।জেনারেল মুসাভি বলেন, ডুবন্ত ইসরাইলের পতনের লক্ষণ আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি স্পষ্ট হয়ে উঠেছে এবং তারা এতটাই দুর্বল যে, তাদেরকে ইরান হুমকি হিসেবেই মনে করে না। ইসরাইলি নেতাদের কর্মকাণ্ড তাদের পতনকে শুধুমাত্র ত্বরান্বিত করবে বলেও মন্তব্য করেন জেনারেল মুসাভি।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।