আজকের কুদস দিবসের শোভাযাত্রা ছিল ব্যতিক্রমধর্মী: জুমার খতিব
https://parstoday.ir/bn/news/iran-i121934-আজকের_কুদস_দিবসের_শোভাযাত্রা_ছিল_ব্যতিক্রমধর্মী_জুমার_খতিব
তেহরানের জুমার নামাজের খতিব মোহাম্মাদ জাওয়াদ হাজি আলী আকবারি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল দুর্বল ও অসহায় হয়ে পড়ায় চলতি বছরের বিশ্ব কুদস দিবসের শোভাযাত্রা ছিল বিগত বছরগুলোর তুলনায় ব্যতিক্রমধর্মী। তিনি আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজের খুতবায় এ মন্তব্য করেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ১৪, ২০২৩ ১৮:০৮ Asia/Dhaka
  • তেহরানের জুমার নামাজের খতিব মোহাম্মাদ জাওয়াদ হাজি আলী আকবারি
    তেহরানের জুমার নামাজের খতিব মোহাম্মাদ জাওয়াদ হাজি আলী আকবারি

তেহরানের জুমার নামাজের খতিব মোহাম্মাদ জাওয়াদ হাজি আলী আকবারি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল দুর্বল ও অসহায় হয়ে পড়ায় চলতি বছরের বিশ্ব কুদস দিবসের শোভাযাত্রা ছিল বিগত বছরগুলোর তুলনায় ব্যতিক্রমধর্মী। তিনি আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজের খুতবায় এ মন্তব্য করেন।

ইরানজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কুদস দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল তার অবৈধ জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত এত বেশি অসহায় ও দুর্বল আর কখনও ছিল না। পক্ষান্তরে ইসরাইল বিরোধী প্রতিরোধ অক্ষ এখন পূর্ণ শক্তিমত্তায় সমাসীন এবং এটি প্রাণবন্তভাবে তার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

তেহরানের জুমার নামাজের খতিব তার খুতবার অন্য অংশে পবিত্র মাহে রমজানের ফজিলত বর্ণনা করে বলেন, এই পবিত্র মাসের শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর এবং বেশি বেশি আল্লাহর ইবাদত-বন্দেগী করে অবশিষ্ট সেই রাত্রিগুলোর সর্বোচ্চ সদ্ব্যবহার করা জরুরি।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১৪