শক্তি যতই বাড়ুক আত্মতুষ্টিতে ভুগবেন না: সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i122026-শক্তি_যতই_বাড়ুক_আত্মতুষ্টিতে_ভুগবেন_না_সশস্ত্র_বাহিনীকে_সর্বোচ্চ_নেতা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীকে নিরবচ্ছিন্ন ভাবে উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। আজ (রোববার) সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ১৬, ২০২৩ ১৭:৫৮ Asia/Dhaka
  • শক্তি যতই বাড়ুক আত্মতুষ্টিতে ভুগবেন না: সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ নেতা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীকে নিরবচ্ছিন্ন ভাবে উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। আজ (রোববার) সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ খামেনেয়ী আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের শক্তি-সামর্থ্য ও উন্নতি নিয়ে যেন কখনোই আত্মতুষ্টিতে না ভোগে। তাদেরকে নিরবচ্ছিন্ন ভাবে এগিয়ে যেতে হবে। পবিত্র কুরআন অনুযায়ী প্রতিরক্ষা ক্ষেত্রে সদা-প্রস্তুতির নির্দেশ দিয়েছেন স্বয়ং পালনকর্তা। এর ফলে আল্লাহ ও জনগণের শত্রুদের মধ্যে ভীতির সঞ্চার হয়। দেশের বিরুদ্ধে হুমকি কখনোই শেষ হবে না, কখনোই পুরোপুরি এর অবসান ঘটবে না। এ কারণে সশস্ত্র বাহিনীকে যতটুকু সম্ভব নানা ক্ষেত্রে প্রস্তুতি বাড়াতে হবে। 

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ বাধানোর পেছনে আমেরিকার অন্য স্বার্থও ছিল, কিন্তু তাদের মূল টার্গেট ছিল ইরান। কিন্তু ইসলামী বিপ্লবের অত্যন্ত শক্তিশালী ভিত্তির কারণে তারা লক্ষ্য হাসিলে ব্যর্থ হয়েছে। কাজেই বাহ্যিকভাবে সামরিক দিক থেকে দৃঢ় ও শক্তিশালী শত্রুকেও পরাজিত করা সম্ভব।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, শত্রুদের বিষয়ে উদাসীন না হওয়ার পাশাপাশি তাদেরকে যে পরাজিত করা সম্ভব এই বিশ্বাস ধারণ করা গুরুত্বপূর্ণ। কোনো অবস্থাতেই শত্রুদের ধূর্তামি ও পরিকল্পনার বিষয়ে উদাসীন হওয়া চলবে না।

তিনি আরও বলেন, শত্রুর দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতি মনোযোগ দেওয়া জরুরি। শত্রুর পাঁচ ও দশ বছর মেয়াদি কর্মসূচির প্রতি দৃষ্টি দেওয়াও ভালো ও দরকারি। তবে সশস্ত্র বাহিনীকে শত্রুর মধ্য ও দীর্ঘ মেয়াদি কর্মসূচি ও পরিকল্পনার ওপর নজর দিতে হবে এবং সেগুলোকে পর্যবেক্ষণে রাখতে হবে।#

পার্সটুডে/এসএ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।