রেডিও তেহরানের ৪১তম বর্ষপূর্তি উপলক্ষে কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশ
রেডিও তেহরান বাংলা'র ৪১তম বর্ষপূর্তি উপলক্ষে ভারতের ছত্তিশগড়ের পরিবার বন্ধু শর্টওয়েভ শ্রোতা সংঘ আয়োজিত বিশেষ কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা আজকের শুভদিনে দেওয়া হচ্ছে।
আজকের দিনে অর্থাৎ ১৯৮২ সালের ১৭ এপ্রিল শুরু হয়েছিল রেডিও তেহরান বাংলা বিভাগের জয়যাত্রা। সব শ্রোতাবন্ধুদের ও রেডিও তেহরান বাংলা বিভাগের সব কর্মকর্তাকে জানাই আন্তরিক অভিনন্দন। এই প্রতিযোগিতায় ৮৬ জন বন্ধু অংশ গ্রহণ করেছেন সবাইকে জানাই পরিবার বন্ধু শ্রোতা সংঘের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। বিজয়ীদের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল, যারা বিজয়ী হাতে পারেননি তাদের অনুরোধ করব সামনের সব কুইজ বা সার্ভেতে অংশগ্রহণ করুন; কোনো না কোনো দিন পুরস্কার পেয়ে যাবেন।
কুইজের প্রশ্নাবলি ও উত্তর
প্রশ্ন ১. রেডিও তেহরান বাংলা বিভাগের প্রথম পরিচালক কে ছিলেন?
উত্তর: মুহাম্মদ ফরিদ উদ্দিন খান
প্রশ্ন ২. রেডিও তেহরান বাংলা বিভাগ প্রথম কত সালের কোন তারিখে অনুষ্ঠান প্রচার শুরু হয়?
উত্তর: ১৯৮২ সালের ১৭ই এপ্রিল
প্রশ্ন ৩. রেডিও তেহরান বাংলা বিভাগের বর্তমান পরিচালকের নাম কি?
উত্তর: মুজতবা ইব্রাহিমি
বিজয়ীদের তালিকা
MEM.NO | NAME | COUNTRY | PRIZE |
72 | BIDHAN CHANDRA SANYAL | INDIA |
WRIST WATCH/STICKERS IRIB |
176 | MD.MAHFUZUR RAHMAN | BANGLADESH | TOWEL /STICKERS |
38 | NAVED RAIYAN | INDIA | TOWEL/STICKERS IRIB |
9 | HARUN OR RASHID | BANGLADESH | TOWEL /STICKERS IRIB |
177 | KAROBI NEYE | INDIA | TOWEL/STICKERS IRIB |
148 | SUBHASH PAUL | INDIA | TOWEL/STICKERS IRIB |
102 | SHIVENDU PAUL | INDIA | CAP /STICKERS IRIB |
144 | SHAHIDUL ISLAM | INDIA | T-SHIRTS/STICKERS IRIB |
--- | BRRITTY ROY | BANGLADESH | T-SHIRTS/STICKERS IRIB |
169 | OSMAN GANI SHEIKH | INDIA | T-SHIRT/STICKERS IRIB |
149 | ABDUR RAHMAN | INDIA | TOWEL/STICKERS IRIB |
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭