শত্রুরা ইরানি জাতিকে দ্বিধাবিভক্ত করে রাখতে চায়: সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i122126-শত্রুরা_ইরানি_জাতিকে_দ্বিধাবিভক্ত_করে_রাখতে_চায়_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শত্রু সব সময় ইরানি জাতিকে দ্বিধাবিভক্ত করে রাখতে চায়। তিনি ছাত্রসমাজকে তাদের দাবি-দাওয়া উত্থাপনের ক্ষেত্রে বাস্তববাদী হওয়ারও পরামর্শ দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৯, ২০২৩ ০৯:৫৭ Asia/Dhaka
  • ছাত্র সমাবেশে সর্বোচ্চ নেতা
    ছাত্র সমাবেশে সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শত্রু সব সময় ইরানি জাতিকে দ্বিধাবিভক্ত করে রাখতে চায়। তিনি ছাত্রসমাজকে তাদের দাবি-দাওয়া উত্থাপনের ক্ষেত্রে বাস্তববাদী হওয়ারও পরামর্শ দিয়েছেন।

তিনি গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ও ছাত্র নেতাদের ইফতার মাহফিলে আমন্ত্রণ জানিয়েছিলেন। ইফতারপূর্ব ছাত্র সমাবেশে ভাষণ দিতে গিয়ে সর্বোচ্চ নেতা বলেন, “ছাত্রসমাজ ও দেশের জনগণের মধ্যে বিভাজন ও মেরুকরণ সৃষ্টি করা ছাত্র নেতাদের কাজ নয়। জনগণের মধ্যে মেরুকরণ তৈরি করা শত্রুর কাজ। ছাত্রদের দাবি হতে হবে বাস্তব-ভিত্তিক এবং তাতে বিজ্ঞান-ভিত্তিক ও বাস্তবিক সমাধান থাকতে হবে।”

আয়াতুল্লাহ খামেনেয়ী এই ধারণাটি প্রত্যাখ্যান করেন যে, দেশের সমস্যাবলী সমাধানের ক্ষেত্রে যেকোনো হতাশার অভ্যন্তরীণ উৎস রয়েছে। তিনি বলেন, ইরানি জাতিকে তার নিজের ব্যাপারে হতাশ করে তোলা শত্রুর একটি গুরুত্বপূর্ণ কৌশল।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, “কষ্টকর কাজ একটি অনুপ্রাণিত তরুণ ছাত্রকে হতাশ করে না। সে পড়াশুনা করে এবং সমস্যা সমাধানের জন্য লড়াই করে।”

দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গণভোট দেয়ার সম্ভাবনা সম্পর্কে একজন ছাত্রনেতার প্রশ্নের জবাবে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, “একটি দেশের বিভিন্ন বিষয়ে কি গণভোট দেয়া সম্ভব? পৃথিবীর কোন দেশে এমনটি হয়? গণভোটে অংশগ্রহণকারী সকল জনগণ কি ওই বিষয়টি বিশ্লেষণ করার ক্ষমতা রাখে?”

তিনি ইরানি যুবকদেরকে আশা ও যৌক্তিকতা বাঁচিয়ে রেখে দৃঢ়তার সঙ্গে ইসলামী বিপ্লব ও ইসলামের পথ অনুসরণ করার আহ্বান জানান এবং সতর্ক করে দিয়ে বলেন, শত্রুরা ইরানি যুবকদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে কারণ তারা দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ইরানি তরুণ প্রজন্মের উপস্থিতি, কাজ এবং প্রেরণাকে ভয় পায়।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।