ইসরাইল এখন সবচেয়ে সংকটে, আমেরিকাও অক্ষম: জুমার খতিব
https://parstoday.ir/bn/news/iran-i122260-ইসরাইল_এখন_সবচেয়ে_সংকটে_আমেরিকাও_অক্ষম_জুমার_খতিব
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রও দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে সক্ষম নয়। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২১, ২০২৩ ২১:১১ Asia/Dhaka
  • হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি
    হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রও দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে সক্ষম নয়। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

তেহরানের জুমার খতিব আরও বলেন, মার্কিন পররাষ্ট্র নীতিতে ইহুদিবাদীরা সবচেয়ে গুরুত্ব পেলেও তাদের চোখের সামনে সেখানে লাখো জনতার বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং ইসরাইল এখন সবচেয়ে সংকটময় সময় অতিবাহিত করছে। অন্যদিকে, প্রতিরোধ ফ্রন্টের শক্তি ক্রমেই বাড়ছে। পশ্চিম তীর সশস্ত্র হয়ে উঠেছে। সেখানে প্রতিদিনই দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অবস্থায় ইহুদিবাদীদের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা স্বীকার করছেন যে, ইসরাইল ৮০ বছরও টিকবে না।

হুজ্জাতুল ইসলাম সিদ্দিকি বলেন, বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের শক্তি ও প্রভাব ক্রমেই হ্রাস পাচ্ছে। ল্যাটিন আমেরিকাকে নিজেদের উন্মুক্ত আঙ্গিনা মনে করত যুক্তরাষ্ট্র। কিন্তু এখন সেখানেও এখন মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধীরা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হচ্ছেন।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অবস্থাও এখন নাজুক বলে মন্তব্য করেন ইরানের এই প্রভাবশালী আলেম। তিনি বলেন, ইরানের ইসলামি বিপ্লব বিশ্বের ইতিহাসই পাল্টে দিয়েছে। ক্রমেই সব কিছুই ঐশী বিপ্লবের পক্ষে পরিবর্তিত হচ্ছে এবং সাম্রাজ্যবাদীদের বিপক্ষে যাচ্ছে।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।