ইরান কখনোই অন্য দেশে হামলার চিন্তা করে না: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i122310-ইরান_কখনোই_অন্য_দেশে_হামলার_চিন্তা_করে_না_মুখপাত্র
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানের সামরিক খাত সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে উসকানিমূলক বক্তব্য রেখেছেন তার উদ্দেশ্য হচ্ছে ইরান ভীতি তৈরির মাধ্যমে আরও অস্ত্র বিক্রি করা এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ উসকে দেওয়া।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৩, ২০২৩ ১৫:৩২ Asia/Dhaka
  • কানয়ানি
    কানয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানের সামরিক খাত সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে উসকানিমূলক বক্তব্য রেখেছেন তার উদ্দেশ্য হচ্ছে ইরান ভীতি তৈরির মাধ্যমে আরও অস্ত্র বিক্রি করা এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ উসকে দেওয়া।

তবে ইরান-ভীতি সৃষ্টির মার্কিন কৌশল এরিমধ্যে ব্যর্থ হয়েছে বলে জানান নাসের কানয়ানি।

তিনি আজ (রোববার) আরও বলেছেন, যুক্তরাষ্ট্র যাই বলুক না কেন ইরান সব সময় প্রতিবেশীদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন, পারস্পরিক আলোচনা, সবার অংশগ্রহণে নিজেদের আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং বিজাতীয়দের হস্তক্ষেপের সুযোগ বন্ধ করার ওপর গুরুত্ব দিয়ে এসেছে।   

এই মুখপাত্র আরও বলেন, ইরানের সামরিক শক্তি কেবলি প্রতিরক্ষার জন্য। ইরান কখনোই অন্য দেশে হামলার চিন্তা করে না বলে স্পষ্টভাবে জানান নাসের কানয়ানি।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইরানের সামরিক শক্তি সম্পর্কে পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে ভীতি তৈরির লক্ষ্যে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন এবং ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞ আরোপের কথা বলেছেন।#    

পার্সটুডে/এসএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।