হরমুজ প্রণালী থেকে বিদেশি তেল ট্যাংকার আটক করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i122726-হরমুজ_প্রণালী_থেকে_বিদেশি_তেল_ট্যাংকার_আটক_করল_ইরান
হরমুজ প্রণালী থেকে এক বিদেশি তেল ট্যাংকার আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইন অমান্য করার কারণে এটিকে আটক করা হয়েছে। তবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৩, ২০২৩ ১৭:২৩ Asia/Dhaka
  • হরমুজ প্রণালী থেকে বিদেশি তেল ট্যাংকার আটক করল ইরান

হরমুজ প্রণালী থেকে এক বিদেশি তেল ট্যাংকার আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইন অমান্য করার কারণে এটিকে আটক করা হয়েছে। তবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।

আমেরিকার নৌবাহিনীর পঞ্চম নৌবহর দাবি করেছে, হরমুজ প্রণালী থেকে যে জাহাজটিকে ইরান আটক করেছে সেটি পানামার পতাকাবাহী একটি তেল ট্যাংকার। 

এর আগে গত ২৮ এপ্রিলও মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী একটি জাহাজকে ওমান সাগর থেকে আটক করে ইরানি বাহিনী। ঐ জাহাজটি ইরানের একটি নৌযানকে ধাক্কা দিলে কয়েক জন ইরানি নাবিক আহত ও নিখোঁজ হয়।

দুর্ঘটনাটি ঘটে পারস্য উপসাগরে। কিন্তু দুর্ঘটনায় জড়িত জাহাজটি আহতদের সহায়তায় এগিয়ে না এসে উল্টো পারস্য উপসাগর থেকে পালিয়ে যেতে থাকে। এ অবস্থায় ইরানের নৌ সেনারা আন্তর্জাতিক আইন অমান্যকারী জাহাজটিকে ওমান সাগর থেকে আটক করতে সক্ষম হয়।#   

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ