অদূর ভবিষ্যতেই বিমানবাহী রণতরী উদ্বোধন করবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i122800
অদূর ভবিষ্যতেই বিমানবাহী রণতরী উদ্বোধন করবে ইরান। এ তথ্য জানিয়েছেন আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ০৫, ২০২৩ ১৬:০৬ Asia/Dhaka
  • তাংসিরি
    তাংসিরি

অদূর ভবিষ্যতেই বিমানবাহী রণতরী উদ্বোধন করবে ইরান। এ তথ্য জানিয়েছেন আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি।

তিনি গতকাল (বৃহস্পতিবার) নৌ বাহিনীর একটি প্রদর্শনী পরিদর্শনের পর আরও বলেছেন, ইরান যে মডেলের বিমানবাহী রণতরী তৈরি করছে তা আর কোনো দেশের কাছে নেই। এই প্রথম এ ধরণের কোনো রণতরী নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, ইরানি বিমানবাহী রণতরী বিমান বহনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উপযোগী নৌযান বহন করতে পারবে।

তাংসিরি বলেন, যেকোনো ধরণের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে নৌবাহিনী। যুদ্ধ হলে কী ধরণের সরঞ্জামের প্রয়োজন হবে তা বিবেচনায় নিয়ে নানা সরঞ্জাম নির্মাণ করা হচ্ছে।

তিনি জানান, এর আগে নির্মিত বিভিন্ন যুদ্ধ জাহাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন রণতরী তৈরি করা হচ্ছে। ইরানের নির্মিত যুদ্ধ জাহাজগুলো খুবই ভালোভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের নৌ বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সমৃদ্ধ বলেও তিনি জানান।#    

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।