রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতার পঞ্চম পর্বে বিজয়ীর নাম ঘোষণা
(last modified Tue, 09 May 2023 09:40:41 GMT )
মে ০৯, ২০২৩ ১৫:৪০ Asia/Dhaka
  • রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতার পঞ্চম পর্বে বিজয়ীর নাম ঘোষণা

রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩-এর পঞ্চম পর্বে মোট ২০৩ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সঠিক উত্তর দিয়েছেন সবাই। উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড় গ্রামের সিনিয়র শ্রোতা ফয়সাল আহমেদ সিপন।

বিজয়ী বন্ধুকে অভিনন্দন আর অংশগ্রহণকারী সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আশা করি আগামী পর্বেও অংশগ্রহণ করতে ভুলবেন না। আর হ্যাঁ, সকল শর্ত পূরণে যত্নশীল হবেন। কারণ এই পর্বেও অনেকেই সঠিক উত্তর দিলেও নিজ টাইমলাইনে কুইজের লিংকটি শেয়ার করাসহ সব শর্ত পূরণ করেনি।

কুইজের উত্তরটি মিলিয়ে নিন

প্রশ্ন: ১৯৮০ সালের ২৫ এপ্রিল আমেরিকার স্পেশাল ফোর্সের সেনারা 'অপারেশন ঈগল ক্ল' নামে ইরানের বিরুদ্ধে একটি সামরিক আগ্রাসন চালায় কিন্তু অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই অভিযানে অংশ নেয়া যুদ্ধবিমান ও হেলিকপ্টার-গানশিপ ধূলিঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়ে যায়। সামরিক অভিযানটি ইরানের কোথায় চালানো হয়েছিল?

উত্তর: তাবাস মরুভূমি

পার্সটুডে/আশরাফুর রহমান/৯

ট্যাগ