মে ২৩, ২০২৩ ০৮:৩৪ Asia/Dhaka
  • আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি পদত্যাগ করেছেন এবং প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সিনিয়র কমান্ডার আলী আকবার আহমাদিয়ানকে শামখানির স্থলাভিষিক্ত করেছেন।

প্রায় এক দশক ইরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার পর গতকাল (সোমবার) শামখানি পদত্যাগ করেন।

তিনি পদত্যাগ করার পরপরই ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তাকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।একইসঙ্গে তাকে ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য হিসেবেও নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ নেতা।

সোমবার এক ডিক্রি জারি করে নতুন পদগুলোতে আলী শামখানির সাফল্য কামনা করেছেন আয়াতুল্লাহ খামেনেয়ী।সেইসঙ্গে তিনি বিগত ১০ বছর সর্বোচ্চ নিরাপত্তা পরিষদে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার জন্য শামখানিকে ধন্যবাদ জানান।

তিনি আরেক ডিক্রি জারি করে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদে নিজের প্রতিনিধি হিসেবে আলী আকবার আহমাদিয়ানকে নিয়োগ দিয়েছেন। ফলে আহমাদিয়ান এই পরিষদের সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি এটিতে সর্বোচ্চ নেতার প্রতিনিধিরও দায়িত্ব পালন করবেন। পদাধিকার বলে প্রেসিডেন্ট রায়িসি সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ