ভিত্তিহীন অভিযোগ সংক্রান্ত সমস্যার সমাধান করল তেহরান ও আইএইএ
https://parstoday.ir/bn/news/iran-i123816-ভিত্তিহীন_অভিযোগ_সংক্রান্ত_সমস্যার_সমাধান_করল_তেহরান_ও_আইএইএ
ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কে ভুয়া ও অপ্রমাণযোগ্য অভিযোগ উত্থাপন করার ফলে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল তেহরান ও আইএইএ তার সমাধান করেছে বলে খবর পাওয়া গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ৩১, ২০২৩ ০৮:২৯ Asia/Dhaka
  • ভিত্তিহীন অভিযোগ সংক্রান্ত সমস্যার সমাধান করল তেহরান ও আইএইএ

ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কে ভুয়া ও অপ্রমাণযোগ্য অভিযোগ উত্থাপন করার ফলে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল তেহরান ও আইএইএ তার সমাধান করেছে বলে খবর পাওয়া গেছে।

ইহুদিবাদী ইসরাইলের চাপের মুখে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ অভিযোগ করেছিল, ইরানের তিনটি অঘোষিত স্থাপনায় সমৃদ্ধ ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে। সেইসঙ্গে সংস্থাটি দাবি করেছিল, একটি স্থাপনায় পাওয়া সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা ৮৩.৭ শতাংশ; যদিও ইরান ঘোষণা করেছে দেশটি সর্বোচ্চ ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।

ইরানের বার্তা সংস্থা মেহর মঙ্গলবার জানিয়েছে, ইরান ও আইএইএ’র মধ্যেকার সাম্প্রতিক কারিগরি আলোচনায় ওই তিন স্থাপনার একটি নিয়ে সংশয় দূর হয়েছে। এর ফলে কথিত ‘অঘোষিত’ স্থাপনার সংখ্যা তিন থেকে দুইয়ে নেমে এসেছে। এছাড়া, একটি অঘোষিত স্থাপনায় ৮৩.৭ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া সম্পর্কিত বিতর্কেরও অবসান হয়েছে।

ইরানের বিরুদ্ধে আইএইএ’র পক্ষ থেকে এসব অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা গত বছরের আগস্ট মাসে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় যা আজও চালু হয়নি। ইরান এসব অভিযোগ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করে এসেছে। গত বছরের সেপ্টেম্বরে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি এসব অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেন।#

পার্সটুডে/এমএমআই/এনএম/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।