ইরান-আফগান সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
-
ওয়াহিদি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি বলেছেন, তালেবান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং বর্তমানে সীমান্ত-পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আজ (বুধবার) মন্ত্রীসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেছেন।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান-আফগান সীমান্ত দিয়ে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করছে। মোট কথা সীমান্ত খোলা রয়েছে।
তিনি বলেন, ইরানি কর্মকর্তাদের সুচিন্তিত সিদ্ধান্ত এবং তালেবান কর্মকর্তাদের সময়োচিত কিছু পদক্ষেপের ফলে সীমান্তে উত্তেজনার নিরসন হয়েছে। বর্তমানে সীমান্তে কোনো সমস্যাই নেই।
গত শনিবার ইরানের সীমান্তরক্ষী বাহিনী ও আফগানিস্তানের তালেবান সেনাদের মধ্যে সীমান্তে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। ইরানের সিস্তান ও বেলুচিস্তান এবং আফগানিস্তানের নিমরুজ প্রদেশের সীমান্তবর্তী কয়েকটি গ্রামেও সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।#
পার্সটুডে/এসএ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।