জুন ০৮, ২০২৩ ০৯:০৮ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন
    ভ্লাদিমির পুতিন

রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন এলাকার নোভা কাখোভকা বাঁধে ইউক্রেনের সেনাদের হামলার কঠোর নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই হামলাকে বর্বর কাজ বলে উল্লেখ করেছেন।

গত রোববার থেকে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে এবং ইউক্রেনের সেনারা দিনিপ্রো নদীর উপর নির্মিত নোভা কাখোভকা বাঁধে হামলা চালায়। এতে বাঁধ ভেঙে নদীর পানি বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে এবং বহু সংখ্যক লোককে সরিয়ে নিতে হয়েছে।

গতকাল (বুধবার) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে টেলিফোন আলাপে প্রেসিডেন্ট এই হামলার নিন্দা করেন। তিনি বলেন, এই বর্বরোচিত কাজের জন্য পরিবেশগত এবং মানবিক বিপযৃয় সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট পুতিন আরো বলেন, ইউক্রেন সরকার তাদের পশ্চিমা পৃষ্ঠপোষকদের পরামর্শে এখনো রাশিয়ার বিরুদ্ধে বিপজ্জনক ও শত্রুতাপূর্ণ নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে, তারা যুদ্ধ অপরাধ সংঘটিত করছে এবং যুদ্ধের নামে শুধুমাত্র সন্ত্রাসী পদ্ধতি অনুসরণ করছে।

নোভা কাখোভকা বাঁধ ইউক্রেনের তৈরি সবচেয়ে বড় বাঁধ। এর মাধ্যমে প্রায় ১৮ ঘন কিলোমিটার পানি আটকে রাখা হয়েছে। এই বাঁধ থেকে ইউক্রেনের দক্ষিণাঞ্চল, যাপরিজিয়ার পরমাণু বিদ্যুৎ স্থাপনা এবং ক্রিমিয়া উপদ্বীপে পানি সরবরাহ করা হয়। ক্রিমিয়া উপদ্বীপ ২০১৪ সালে গণভোটের মাধ্যমে রাশিয়া ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ