জুন ১০, ২০২৩ ০৯:০৪ Asia/Dhaka
  • সাবাহি ফার্দ
    সাবাহি ফার্দ

ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা সাবাহি-ফার্দ অভিযোগ করেছেন, তার দেশের শত্রুরা হাইব্রিড যুদ্ধের মাধ্যমে ইরানের ইসলামি শাসনব্যবস্থাকে দুর্বল করে ফেলার চেষ্টা করছে।

তিনি গতকাল (শুক্রবার) তেহরানে এক বক্তৃতায় আরো বলেন, ইরানি তরুণ সমাজের সৃজনশীল প্রতিভা সম্পর্কে শত্রুরা সম্যক অবহিত। এ কারণে তারা হাইব্রিড যুদ্ধের মাধ্যমে এদেশের ক্ষতি করতে চায়।

তিনি আরো বলেন, বিভিন্ন সামরিক খাতসহ নানা সেক্টরে উন্নত প্রতিভার স্বাক্ষর রেখেছে ইরানের তরুণ সমাজ।

জেনারেল সাবাহি-ফার্দ বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বিশেষ করে এয়ার ডিফেন্স ফোর্স ‘সর্বাধুনিক সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামে’ সজ্জিত রয়েছে। আর এটি সম্ভব হয়েছে ইরানের প্রতিভাবান তরুণ সমাজের কারণে। এছাড়া, নিজস্ব প্রযুক্তিতে সর্বাধুনিক সমরাস্ত্র তৈরি করার কারণে ইরানের প্রতিরক্ষা ব্যুহ অনেক বেশি শক্তিশালী হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বিভাগের কমান্ডার বলেন, তার দেশ সামরিক শক্তিতে শীর্ষে থাকা সত্ত্বেও আঞ্চলিক কোন দেশের জন্য হুমকি নয় তেহরান। ইরানের সামরিক সক্ষমতা সম্পূর্ণ আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ