অগঠনমূলক আচরণ পরিহার করতে ইউরোপের প্রতি আহ্বান জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i124252-অগঠনমূলক_আচরণ_পরিহার_করতে_ইউরোপের_প্রতি_আহ্বান_জানাল_ইরান
ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অগঠনমূলক আচরণ পরিহার করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১১, ২০২৩ ০৯:৫৪ Asia/Dhaka
  • রায়িসি-ম্যাকরনের ফোনালাপ
    রায়িসি-ম্যাকরনের ফোনালাপ

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অগঠনমূলক আচরণ পরিহার করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

তিনি শনিবার ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান। প্রায় দেড় ঘণ্টাব্যাপী ওই ফোনালাপে রায়িসি বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ বারবার তার প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলেছে।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, কিছু সুনির্দিষ্ট ইউরোপীয় দেশ ইরানবিরোধী সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী কিছু গোষ্ঠীর দেয়া ভুল তথ্যের ফাঁদে পড়ে ইরানি জাতির সঙ্গে বিদ্বেষী আচরণ করছে। তিনি প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে এসব দেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানো থেকে বিরত থাকতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ফোনালাপে ইরান ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক ঘটনাবলী নিয়েও কথা বলেন রায়িসি ও ম্যাকরন। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ যেকোনো যুদ্ধের বিরোধী এবং কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের পক্ষপাতী।

এ সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন তেহরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন এবং দ্বিপক্ষীয় সংলাপ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় একটি চুক্তিতে পৌঁছার আগ পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি ইউক্রেন সংকটে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে এক্ষেত্রে তেহরানকে বৃহত্তর ভূমিকা পালন করার আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/‌dজিএআর/ ১১