ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট রায়িসি
(last modified Tue, 13 Jun 2023 03:36:51 GMT )
জুন ১৩, ২০২৩ ০৯:৩৬ Asia/Dhaka
  • ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট রায়িসি

ল্যাতিন আমেরিকার তিন দেশে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম পর্যায়ে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

স্থানীয় সময় সোমবার বিকেলে রায়িসিকে বহনকারী বিমান কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী বিমানবন্দরে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী আলবার্তো ভ্যান ক্লাভেরেন ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান। এর কয়েক ঘণ্টা পর কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদে রায়িসিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।এরপর দু’দেশের রাষ্ট্রপ্রধানরা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। দু’দেশের উচ্চপদস্থ কর্মকর্তারাও দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আলোচনা ও মতবিনিময় করেন।

পাঁচদিনের এ সফরে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, তেলমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। ভেনিজুয়েলা সফর শেষে ইরানের রাষ্ট্রীয় প্রতিনিধিদলটি নিকারাগুয়া ও কিউবা সফর করবে। এসব সফরে আমেরিকার নিভৃত আঙ্গিনা হিসেবে পরিচিত তিন দেশের সঙ্গে ইরানের বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

প্রেসিডেন্ট রায়িসি এসব সফরে ল্যাতিন আমেরিকার তিন দেশে বসবাসরত প্রবাসী ইরানি নাগরিক ও ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।#

পার্সটুডে/এমএমআই/‌১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।