আলোচনা হয়েছে ওমান ও জাতিসংঘের মধ্যস্থতায়
আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনার খবর নাকচ করল ইরান
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি গোপন আলোচনার খবর প্রত্যাখ্যান করেছে ইরান। তবে ওমান ও জাতিসংঘের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে ‘পরোক্ষ’ আলোচনার সত্যতা নিশ্চিত করেছে তেহরান।
ইরানের আলোচক দলের অন্যতম উপদেষ্টা মোহাম্মাদ মারান্দি সোমবার রাতে একটি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার সঙ্গে ইরানের প্রতিনিধিদল কখনও একটি কক্ষে একসঙ্গে আলোচনায় বসেনি। তিনি জানান, এখন পর্যন্ত কেবল দু’দেশের বন্দি বিনিময় এবং নিষেধাজ্ঞার কারণে আমেরিকার হাতে আটকে পড়া ইরানের অর্থ ছাড় করার বিষয়ে আলোচনা হয়েছে।
এর আগে সোমবারই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ওমানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে বার্তা বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পাশ্চাত্যের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার কার্যকর করার লক্ষ্যে পরোক্ষ আলোচনা হয়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার দেশের পারমাণবিক স্থাপনাগুলোর অবকাঠামো অক্ষুণ্ন রেখে পাশ্চাত্যের সঙ্গে যেকোনো চুক্তি করতে সরকারকে অনুমতি দেয়ার একদিন পর সরকারি কর্মকর্তারা এসব মন্তব্য করলেন।#
পার্সটুডে/এমএমআই/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।