নিকারাগুয়ার পার্লামেন্টে ইরানের প্রেসিডেন্টের ভাষণ
গণতন্ত্র ও নিষেধাজ্ঞা সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়নের হাতিয়ার: রায়িসি
-
বুধবার প্রেসিডেন্ট রায়িসি নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় দেশটির পার্লামেন্ট অধিবেশনে ভাষণ দিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ল্যাতিন আমেরিকাসহ অন্যান্য অঞ্চলের স্বাধীনচেতা দেশগুলো নিজেদের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে আধিপত্যকামী দেশগুলোর আগ্রাসী নীতি থেকে রক্ষা পেতে পারে।
তিনি আরো বলেছেন, বর্তমান বিশ্বব্যবস্থা দ্রুত পরিবর্তন হচ্ছে এবং আমেরিকাসহ অন্যান্য আধিপত্যকমী দেশের শক্তিমত্তা খর্ব হতে শুরু করেছে। পক্ষান্তরে ল্যাটিন আমেরিকা ও পশ্চিম এশিয়ার দেশগুলোর জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন শুরু হয়েছে।
ল্যাতিন আমেরিকার তিন দেশে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার প্রেসিডেন্ট রায়িসি নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় দেশটির পার্লামেন্ট অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন।
তিনি বলেন, আধিপত্যকামী শক্তিগুলো সারাবিশ্বের ওপর তাদের অবৈধ ইচ্ছাশক্তি চাপিয়ে দিতে চায়।এসব শক্তি আবার স্ববিরোধী আচরণের মাধ্যমে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানবাধিকারের রক্ষকও সাজতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কেন ফিলিস্তিন, লেবানন, আফগানিস্তান, ইরাক, সিরিয়া কিংবা ল্যাতিন আমেরিকার দেশগুলোর জনগণের রায়কে মেনে নিতে প্রস্তুত নয়?
ইরানের প্রেসিডেন্ট বলেন, এই আধিপত্যকামী শক্তিগুলো ৭০ বছর ধরে ফিলিস্তিনি জনগণকে দমন করে এসেছে এবং তারা সেখানে গণতন্ত্র বাস্তবায়নের কথা ভুলেও উচ্চারণ করে না।
রায়িসি বলেন, অতীতে সাম্রাজ্যবাদী শক্তিগুলো অন্যান্য দেশের ওপর তাদের ইচ্ছাশক্তি চাপিয়ে দিতে সামরিক শক্তি কিংবা এজেন্ট ব্যবহার করত। কিন্তু এখন তারা তাদের অশুভ লক্ষ্য অর্জনের জন্য নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।তিনি নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে পশ্চিমাদের এই অশুভ তৎপরতা রুখে দেয়ার জন্য বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর প্রতি আহ্বান জানান।#
পার্সটুডে/এমএমআই/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।