তেহরান পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
(last modified Sat, 17 Jun 2023 11:49:03 GMT )
জুন ১৭, ২০২৩ ১৭:৪৯ Asia/Dhaka
  • তেহরান পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আজ (শনিবার) তেহরানে পৌঁছেছেন।

দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পর এটিই তার প্রথম ইরান সফর। তেহরানে অবস্থানকালে তিনি ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। দুই পক্ষের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয় নিয়েই মূলত আলোচনা হবে বলে জানা গেছে। 

কোনো কোনো সূত্র জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী সেদেশের রাজা সালমান বিন আব্দুল আজিজের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছেন যা ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির জন্য পাঠানো হয়েছে। 

এর আগে ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি জানিয়েছেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরান সফরকালে  তেহরানে সেদেশের দূতাবাস চালুর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। 

প্রায় দুই বছর ধরে আলোচনার পর গত মার্চ মাসে ইরান ও সৌদি আরব সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সমঝোতায় পৌঁছায়।

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ