পাক পররাষ্ট্র সচিবের ইরান সফর
‘পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সীমারেখা মেনে চলবে না ইরান’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে কোনো সীমারেখা মেনে চলবে না। তেহরানের পররাষ্ট্রনীতিতে ইসলামাবাদের বিশেষ স্থান রয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।
ইরান সফররত পাকস্তানের পররাষ্ট্র সচিব আসাদ মাজিদ খানের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। আমির-আব্দুল্লাহিয়ান দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থাকে অনুকূল এবং উন্নয়নের দিকে ধাবমান বলে মূল্যায়ন করেন। তিনি পাকিস্তানের সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সহযোগিতার প্রশংসা করেন।
সম্প্রতি দু’দেশের সীমান্তে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাক্ষাতের কথা স্মরণ করে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে পাকস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সাক্ষাতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শুভেচ্ছা পৌঁছে দেন দেশটির পররাষ্ট্র সচিব মাজিদ খান। তিনি দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার জন্য তেহরান ও ইসলামাবাদের মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।#
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।