ইরানের জিডিপি গত ফারসি বছরে ৪ শতাংশ বেড়েছে
(last modified Tue, 20 Jun 2023 07:47:32 GMT )
জুন ২০, ২০২৩ ১৩:৪৭ Asia/Dhaka
  • ইরানের জিডিপি গত ফারসি বছরে ৪ শতাংশ বেড়েছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত ফারসি বছরে দেশের অর্থনীতি শতকরা চার ভাগ বেড়েছে। মার্কিন নিষেধাজ্ঞা, অব্যাহত চাপ এবং তেল বিক্রির ক্ষেত্রে নানা প্রতিকূলতা সত্ত্বেও এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। 

গতকাল (সোমবার) প্রকাশিত রিপোর্টে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগের অর্থবছরের চেয়ে গত অর্থবছরে (২০শে মার্চ) ইরানের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি ৪০৯.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০১৬ সালের নির্ধারিত পণ্যমূল্যের ভিত্তিতে ইরানের কেন্দ্রীয় ব্যাংক দেশের জিডিপির হিসাব করেছে। 

ইরানের কেন্দ্রীয় ব্যাংক বলছে, জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইরানের অভ্যন্তরীণ উৎপাদন কার্যক্রম। এক্ষেত্রে মোট জিডিপি বেড়েছে ১.৪ শতাংশ। এছাড়া পাইকারি, খুচরা, মোটরযান রক্ষণাবেক্ষণ, পরিবহন, পেট্রোলিয়াম এবং যোগাযোগ খাত থেকে আসা অর্থ দেশের জিডিপি মোটা করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে দেখা যায়, ইরানের তেল খাতের জিডিপি বেড়েছে শতকরা ১০ ভাগ। অন্যদিকে, তেলবহির্ভূত সেবা ও পণ্য খাত থেকে জিডিপি এসেছে ৪.৭শতাংশ। 

ইরানের এই অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়টি দেশের কেন্দ্রীয় ব্যাংক যেমন নিশ্চিত করেছে, তেমনি আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ এবং ও বিশ্ব ব্যাংকসহ আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানও তা সমর্থন করেছে।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ