ইরান ও পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে কৌশলগত সম্পর্ক জরুরিভিত্তিতে প্রয়োজন
https://parstoday.ir/bn/news/iran-i124756-ইরান_ও_পারস্য_উপসাগরীয়_দেশগুলোর_মধ্যে_কৌশলগত_সম্পর্ক_জরুরিভিত্তিতে_প্রয়োজন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশসহ উপসাগরীয় অঞ্চলের সবগুলো দেশের মধ্যে সংলাপ এবং কৌশলগত সহযোগিতা প্রতিষ্ঠার জন্য একটি যৌথ উপায় বের করা দরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৪, ২০২৩ ১০:০০ Asia/Dhaka
  • হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশসহ উপসাগরীয় অঞ্চলের সবগুলো দেশের মধ্যে সংলাপ এবং কৌশলগত সহযোগিতা প্রতিষ্ঠার জন্য একটি যৌথ উপায় বের করা দরকার।

গতকাল (শুক্রবার) তিনি তার ইনস্টাগ্রাম পেইজে দেয়া এক পোস্টে একথা বলেছেন। আমির আবদুল্লাহিয়ান জানান, ইরানের পররাষ্ট্র নীতিতে প্রতিবেশী দেশগুলো বিশেষ গুরুত্ব পায় এবং সৎ প্রতিবেশীসুলভ সম্পর্ক গড়ার লক্ষ্য নিয়ে তিনি সম্প্রতি কাতার, ওমান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশ সফর করেছেন।

তিনি আরো বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে আলোচনা করার পর পারস্য উপসাগরীয় এই চার দেশ সফর করেন তিনি।

আমির আব্দুল্লাহিয়ান তার ইন্সটাগ্রাম পোস্টে বলেন, এসব দেশের কর্মকর্তাদের সঙ্গে তার অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তার দেশের সংলাপ এবং সহযোগিতা প্রতিষ্ঠার এই ধারণা সম্পর্কে তিনি শিগগিরই বিস্তারিত জানাবেন। তিনি বলেন, একটি নিরাপদ এবং আরো সমৃদ্ধ ভবিষ্যৎ এ অঞ্চলের জনগণের অভিন্ন অধিকার এবং ইরান এ বিষয়ে তার প্রচেষ্টা দ্বিগুণ করতে প্রতিশ্রুবদ্ধ।

আমির আবদুল্লাহিয়ান সুস্পষ্ট করে বলেন- ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং সহযোগিতা ছাড়া এ অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নয়ন ও প্রবৃদ্ধির ধারণা বাস্তব রূপ লাভ করবে না।#
পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।