ইরানে এসেছে রাশিয়ার ডেস্ট্রয়ার
https://parstoday.ir/bn/news/iran-i124916-ইরানে_এসেছে_রাশিয়ার_ডেস্ট্রয়ার
রাশিয়ার একটি ডেস্ট্রয়ার ইরানের আনজালি বন্দরে নোঙর করেছে। ইরানের বিভিন্ন সূত্র জানিয়েছে, দুই দেশের যৌথ সামিরক কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে রুশ ডেস্ট্রয়ার ইরানে এসেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৮, ২০২৩ ১৭:৪৯ Asia/Dhaka
  • ইরানে এসেছে রাশিয়ার ডেস্ট্রয়ার

রাশিয়ার একটি ডেস্ট্রয়ার ইরানের আনজালি বন্দরে নোঙর করেছে। ইরানের বিভিন্ন সূত্র জানিয়েছে, দুই দেশের যৌথ সামিরক কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে রুশ ডেস্ট্রয়ার ইরানে এসেছে।

এর আগে দুই দেশের নৌবাহিনী পরস্পরের বন্দরগুলো পরিদর্শনের বিষয়ে সমঝোতায় পৌঁছায়।

রাশিয়ার ডেস্ট্রয়ারের সঙ্গে দেশটির যে প্রতিনিধিদল এসেছে তারা ইরানের উত্তরাঞ্চলীয় নৌ কমান্ডারদের সঙ্গে বৈঠকের পাশাপাশি আনজালি বন্দর ও সেখানকার ফ্রি ট্রেড জোন পরিদর্শন করবেন। এছাড়া ইরান ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই প্রতিযোগিতা 'পাসিং এক্সারসাইজ' নামে পরিচিত।

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। এছাড়া আমেরিকার একপেশে নীতি মোকাবেলার ক্ষেত্রে দুই দেশ পরস্পরকে সমর্থন করে।

আঞ্চলিক ইস্যুতেও দুই দেশের মধ্যে অনেক ক্ষেত্রেই সহযোগিতা রয়েছে।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।