ভেদাভেদ সৃষ্টির জন্য শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করতে সজাগ হোন
https://parstoday.ir/bn/news/iran-i124966-ভেদাভেদ_সৃষ্টির_জন্য_শত্রুদের_ষড়যন্ত্র_ব্যর্থ_করতে_সজাগ_হোন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসিইন আমির আব্দুল্লাহিয়ান মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টির জন্য শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সজাগ ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ৩০, ২০২৩ ১৪:৩৮ Asia/Dhaka
  • ভেদাভেদ সৃষ্টির জন্য শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করতে সজাগ হোন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসিইন আমির আব্দুল্লাহিয়ান মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টির জন্য শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সজাগ ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইরানের রাজধানীতে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত, চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও মিশন প্রধানদের এক অনুষ্ঠানে গতকাল (বৃহস্পতিবার) তিনি একথা বলেন। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, “মুসলিম জাতিগুলোর মধ্যে ভেদাভেদ সৃষ্টির জন্য উম্মাহর শত্রুদের হাতে বিস্তৃত কর্মসূচি রয়েছে। সুদান-সহ মুসলিম দেশগুলোকে বিভক্ত করার জন্য ইসলামের শত্রু ও ইহুদিবাদী লবির এইসব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হলে আমাদেরকে অবশ্যই সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে।”

আমির আব্দুল্লাহিয়ান বলেন, এই ধরনের সম্মিলিত প্রচেষ্টার কারণে এর আগে আফগানিস্তান, সিরিয়া এবং ইরাকে শত্রুরা তাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।

অনুষ্ঠানে আমির আব্দুল্লাহিয়ান ফিলিস্তিনি ইসুকে মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করেন। সৌদি প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই বৈঠকে দুই পক্ষই ইহুদিবাদী ইসরাইলের ফিলিস্তিন-বিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকার বিষয়ে একমত হয়েছে। তিনি বলেন, ইরান এবং সৌদি আরব ফিলিস্তিনের নিপীড়িত জনগণের বিষয়ে আগের চেয়ে শক্ত ভাষায় প্রতিবাদ জানানোর ব্যাপারেও একমত হয়।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৩০