তেল ও গ্যাস শিল্পে যৌথ বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা করলেন ইরান ও সৌদি মন্ত্রী
(last modified Thu, 06 Jul 2023 13:20:32 GMT )
জুলাই ০৬, ২০২৩ ১৯:২০ Asia/Dhaka
  • তেল ও গ্যাস শিল্পে যৌথ বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা করলেন ইরান ও সৌদি মন্ত্রী

তেল এবং গ্যাস শিল্পে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের জ্বালানি মন্ত্রীরা। ইরানের পক্ষে আলোচনায় অংশ নেন তেল মন্ত্রী জাওয়াদ ওউজি এবং সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান আলে সউদ।

গতকাল (বুধবার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের অষ্টম আন্তর্জাতিক সেমিনারের অবকাশে দুই পক্ষ যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এই আলোচনায় বসে। বৈঠকে দুই মন্ত্রী আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারের পরিস্থিতি, তেল বাজারের ভবিষ্যৎ এবং অপরিশোধিত তেলের মূল্য নিয়ে আলোচনা করেন।

তেল সংক্রান্ত আলোচনার বাইরে গিয়েও ইরান এবং সৌদি আরবের মন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্ক ও যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি হাইড্রোকার্বন বাণিজ্য এবং যৌথ ক্ষেত্র উন্নয়নের ইস্যু নিয়েও আলোচনা হয়।

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরব ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য। আন্তর্জাতিক তেলের বাজারে এই সংস্থার বিরাট প্রভাব রয়েছে। গত মার্চ মাসে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য চুক্তি হওয়ার পর থেকে আন্তর্জাতিক তেলের বাজারে নতুন মাত্রা যুক্ত হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/এমআরএইচ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।    

ট্যাগ