আজারবাইজান সফর সম্পর্কে আমির-আব্দুল্লাহিয়ানের টুইটার বার্তা
জাতীয় স্বার্থ রক্ষায় তেহরান গতিশীল কূটনীতি বেছে নিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, নিজের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য তেহরান গতিশীল কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি শুক্রবার নিজের দু’দিনের বাকু সফর নিয়ে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজারবাইজানের রাজধানী বাকুতে জোট নিরেপক্ষ আন্দোলন বা ন্যামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দুদিনব্যাপী বৈঠকে অংশগ্রহণ করেন। বুধবার থেকে শুরু হওয়া ওই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বৈঠকে ন্যামের ফিলিস্তিন বিষয়ক মন্ত্রিপর্যায়ের কমিটিও অংশগ্রহণ করে।
নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া পোস্টে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, বাকু সফরে তিনি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের পাশাপাশি তুরস্ক, ইরাক, মালয়েশিয়া, সুদান, বেলারুশ, সিরিয়া, কুয়েত ও নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।
ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের নেতা রিয়াদ আল-মালিকির সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য আমরা গতিশীল কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”
এর আগে বাকু সম্মেলনে দেয়া ভাষণে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। সেইসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তেহরান উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ায় তার দেশ নিজেকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।#
পার্সটুডে/এমএমআই/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।