হুমকি চিহ্নিত করে তা সুযোগে পরিণত করতে হবে: ইরানি কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i125368-হুমকি_চিহ্নিত_করে_তা_সুযোগে_পরিণত_করতে_হবে_ইরানি_কমান্ডার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, হুমকি চিহ্নিত করে সেটাকে সুযোগে পরিণত করতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১০, ২০২৩ ২০:৪৯ Asia/Dhaka
  • রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি
    রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, হুমকি চিহ্নিত করে সেটাকে সুযোগে পরিণত করতে হবে।

তিনি আজ (সোমবার) সেনাবাহিনীর এক অনুষ্ঠানে আরও বলেন, যেকোনো প্রতিষ্ঠানের জন্য জনশক্তি হচ্ছে সবচেয়ে বড় পুঁজি এবং যোগ্য জনশক্তি না থাকলে সাফল্য অর্জন করা যায় না।

সেনাবাহিনীর কমান্ড বিশ্ববিদ্যালয়ের ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি আরও বলেছেন, এই বিশ্ববিদ্যালয় জঙ্গিবিমান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ডেস্ট্রয়ার নির্মাণসহ নানা ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে।

শত্রুদের হাইব্রিড যুদ্ধের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, শত্রুদের হুমকি সম্পর্কে সচেতনতার পাশাপাশি তাদের যেকোনো প্রযুক্তিগত অপতৎপরতার বিষয়েও সতর্ক থাকতে হবে।

ইরানের কমান্ড বিশ্ববিদ্যালয়টি দেশের সবচেয়ে পুরোনো সামরিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।#     

পার্সটুডে/এসএ/ ১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।