'ইরানের প্রতি ইঞ্চি ভূমি শক্তিমত্তার সঙ্গে রক্ষা করবে সশস্ত্র বাহিনী'
https://parstoday.ir/bn/news/iran-i125554-'ইরানের_প্রতি_ইঞ্চি_ভূমি_শক্তিমত্তার_সঙ্গে_রক্ষা_করবে_সশস্ত্র_বাহিনী'
ইরানের সশস্ত্র বাহিনী এদেশের প্রতি ইঞ্চি ভূমি শক্তিমত্তার সঙ্গে রক্ষা করবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন এদেশের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৫, ২০২৩ ১১:২৪ Asia/Dhaka
  • 'ইরানের প্রতি ইঞ্চি ভূমি শক্তিমত্তার সঙ্গে রক্ষা করবে সশস্ত্র বাহিনী'

ইরানের সশস্ত্র বাহিনী এদেশের প্রতি ইঞ্চি ভূমি শক্তিমত্তার সঙ্গে রক্ষা করবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন এদেশের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি।

তিনি গতকাল তেহরানে একদল সেনা কমান্ডারের সঙ্গে আলাপ করার সময় এ মন্তব্য করেন। পারস্য উপসাগরে অবস্থিত তিন ইরানি দ্বীপের মালিকানা নিয়ে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে মস্কো সহমত প্রকাশ করে বিবৃতি দেয়ার পর জেনারেল মুসাভি এ মন্তব্য করলেন।

 সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে পারস্য উপসাগরের তিন দ্বীপ গ্রেটার তোম্ব, লেসার তোম্ব এবং আবু মুসার মালিকানা দাবি করে আসছে। গত সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে স্বাগতিক দেশের কৌশলগত সংলাপ শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আরব আমিরাতের ওই দাবির প্রতি সমর্থন জানানো হয়।

বিবৃতিতে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আলোচ্য তিন দ্বীপ নিয়ে সৃষ্ট বিতর্কের ‘শান্তিপূর্ণ সমাধানের’ আহ্বান জানান।

এ সম্পর্কে জেনারেল মুসাভি বলেন, সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগরের দ্বীপগুলো নিয়ে যাই বলুক না কেন ইরান নিজের এক ইঞ্চি ভূমির ব্যাপারে কোনো ছাড় দেবে না। তিনি সীমান্ত রক্ষার ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকতে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও স্থলবাহিনীর প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।