পারস্য উপসাগরে নিরাপত্তা প্রশ্নে আমেরিকাকে ইরানের কড়া হুশিয়ারি
(last modified Mon, 17 Jul 2023 09:22:53 GMT )
জুলাই ১৭, ২০২৩ ১৫:২২ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

পারস্য উপসাগরে যে-কোনো রকমের উস্কানিমূলক পদক্ষেপের ব্যাপারে আমেরিকাকে কড়া হুশিয়ারি দিলো ইরান।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ সংবাদ সম্মেলনে ওই হুশিয়ারি উচ্চারণ করেন।

পারস্য উপসাগরে নিরাপত্তা রক্ষার অজুহাতে আমেরিকা যুদ্ধজাহাজ পাঠাতে চায়-এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জনাব কানয়ানি বলেন: আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারে মার্কিন ভূমিকা কখনোই শান্তিপূর্ণ ছিল না।
তিনি বলেন আমেরিকার নয়া পদক্ষেপ মোটেই গঠনমূলক নয়। তাদের তৎপরতা অব্যাহত থাকলে পারস্য উপসাগরের পরিস্থিতি স্পর্শকাতর হয়ে উঠতে পারে।
জনাব কানয়ানি জোর দিয়ে বলেন: ইরান এ অঞ্চলের নিরাপত্তাকে প্রভাবিত করে-এমন যে-কোনো তৎপরতার ব্যাপারে খুবই সংবেদনশীল। সীমান্তের কাছে যে-কোনো প্রকার অবৈধ পদক্ষেপের ওপর ইরান কড়া নজর রাখে বলেও তিনি উল্লেখ করেন। 
ইরানের সশস্ত্র বাহিনীর আভিজাত্যের কথা উল্লেখ করে কানয়ানি বলেন: সীমান্ত নিরাপত্তা রক্ষায় ইরান যে--কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।
এ অঞ্চলে যে-কোনো প্রকার অ-গঠনমূলক কর্মকাণ্ড এড়িতে চলার জন্য মার্কিন সরকারকে পরামর্শ দেন কানয়ানি। তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন: এ অঞ্চলের নিরাপত্তা আমাদের সবার অভিন্ন সমস্যা। সুতরাং আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য আমাদের সম্মিলিত সহযোগিতা ও পদক্ষেপ নেয়া প্রয়োজন। অন্যান্য প্রতিবেশীরাও এ ব্যাপারে প্রতিপক্ষকে প্রয়োজনীয় সতর্কতা দেবে বেলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।#

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।