পারস্য উপসাগরীয় এলাকায় এফ-৩৫ জঙ্গি বিমান মোতায়েন করছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/iran-i125696-পারস্য_উপসাগরীয়_এলাকায়_এফ_৩৫_জঙ্গি_বিমান_মোতায়েন_করছে_আমেরিকা
গতকাল (সোমবার) মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন এই ঘোষণা দিয়েছে। পেন্টাগন বলেছে,  আমেরিকার সেনা উপস্থিতি বাড়ানোর জন্য বাড়তি জঙ্গিবিমান এবং জাহাজ পাঠানো হবে। পারস্য উপসাগরীয় অঞ্চলে উস্কানিমূলক তৎপরতা বন্ধ করার ব্যাপারে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও আমেরিকা এই ঘোষণা দিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৮, ২০২৩ ১৭:২২ Asia/Dhaka
  • পারস্য উপসাগরীয় এলাকায় এফ-৩৫ জঙ্গি বিমান মোতায়েন করছে আমেরিকা

গতকাল (সোমবার) মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন এই ঘোষণা দিয়েছে। পেন্টাগন বলেছে,  আমেরিকার সেনা উপস্থিতি বাড়ানোর জন্য বাড়তি জঙ্গিবিমান এবং জাহাজ পাঠানো হবে। পারস্য উপসাগরীয় অঞ্চলে উস্কানিমূলক তৎপরতা বন্ধ করার ব্যাপারে ইরান হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও আমেরিকা এই ঘোষণা দিল।

গতকাল এ বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে পেন্টাগনের সহকারী প্রেস সেক্রেটারি সাবরিনা সিং দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে মোকাবেলার জন্য আমেরিকা এই ব্যবস্থা নিচ্ছে। এ সময় তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলে চলতি মাসের গোড়ার দিকে বিভিন্ন ধরনের ঘটনার কথা উল্লেখ করেন। গত ১০ জুলাই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন কমান্ডার অভিযোগ করেন, পারস্য উপসাগরে মার্কিন সেনারা খুবই অপেশাদারসুলভ আচরণ করেছে এবং ইরানি তেল চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি জাহাজকে আটকের চেষ্টা করলে মার্কিন সেনারা খুবই অপেশাদারসুলভ আচরণ করে। তবে ইরানের সেনারা ওই জাহাজ আটক করতে সক্ষম হয়। আইআরজিসি'র কমান্ডার রমজান জির-রাহী বলেন, মার্কিন সেনাদের সহযোগিতায় ওই জাহাজ তেল চুরি করছিল।#
 পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।