কুরআন নিয়ে খেলার জন্য অনেক মূল্য দিতে হবে
https://parstoday.ir/bn/news/iran-i125816-কুরআন_নিয়ে_খেলার_জন্য_অনেক_মূল্য_দিতে_হবে
তেহরানের জুমার খতিব ইমাম বলেছেন: মুসলিম দেশগুলোর উচিত সুইডিশ সরকারকে অনুশোচিত করা। সুইডেনে বারবার পবিত্র কোরআনের অবমাননার কথা উল্লেখ করে আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আজ এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২১, ২০২৩ ১৭:৫০ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি
    আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি

তেহরানের জুমার খতিব ইমাম বলেছেন: মুসলিম দেশগুলোর উচিত সুইডিশ সরকারকে অনুশোচিত করা। সুইডেনে বারবার পবিত্র কোরআনের অবমাননার কথা উল্লেখ করে আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আজ এ কথা বলেন।

গত ২৮ জুন স্টকহোমে যে লোকটি পবিত্র কুরআন অবমাননা করেছিল, সালওয়ান মোমিকা নামের সেই চরমপন্থী সুইডিশ পুলিশের অনুমতি নিয়ে গতকাল (বৃহস্পতিবার) পুনরায় পবিত্র কুরআন অবমাননা করে।

ইরান প্রেস নিউজ এজেন্সি আরও জানিয়েছে, আহমদ খাতামি আরও বলেছেন: কোনো পাগল যদি ভুল করে তবে আমরা সে দেশের সরকারকে দোষ দেব না। কিন্তু সুইডিশ পুলিশ এই ন্যাক্কারজনক পদক্ষেপকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। বিশিষ্ট এই আলেম বলেন: মুসলিম দেশগুলোর উচিত সুইডেন সরকারকে অনুতপ্ত হবার মতো শিক্ষা দেওয়া।

জনাব খাতামি ইরাকের সরকার ও জনগণের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলেন: তারা সুইডিশ রাষ্ট্রদূতকে মার্কিন দূতাবাসে তাড়িয়ে দিয়েছে। তিনি বলেন তাদের জানা উচিত কুরআন নিয়ে খেলার জন্য অনেক মূল্য দিতে হবে।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।