সিরিয়ার পাশে থাকবে ইরান
সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে হবে: ইরান
-
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।
সন্ত্রাসবিরোধী যুদ্ধে অব্যাহতভাবে সিরিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরান। তেহরান বলেছে, যেকোনো মূল্যে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে হবে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাজনৈতিক ও মানবিক পরিস্থিতি সম্পর্কে এক ব্রিফিংয়ে ইরানের এ অবস্থান তুলে ধরে বিশ্ব সংস্থাটিতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।
তিনি বলেন, সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় সিরিয়ার সরকার ও জনগণ যে সংগ্রাম করছে তার প্রতি অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে তেহরান। ইরাভানি আরো বলেন, “আমরা সিরিয়ার পুনর্গঠন, দেশটির ঐক্য ও অখণ্ডতা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ইরানের এই সিনিয়র কূটনীতিক সিরিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের একতরফা নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠন, অবকাঠামো নির্মাণ এবং মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নের যে প্রচেষ্টা চলছে পশ্চিমা নিষেধাজ্ঞায় তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি সিরিয়ার ওপর থেকে ‘অবৈধ ও নির্দয়’ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানান।#
পার্সটুডে/এমএমআই/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।