কুরআন অবমাননার ঘটনায় ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশ
(last modified Thu, 27 Jul 2023 09:33:26 GMT )
জুলাই ২৭, ২০২৩ ১৫:৩৩ Asia/Dhaka
  • পবিত্র কুরআন
    পবিত্র কুরআন

ডেনমার্কে সম্প্রতি পবিত্র কুরআন অবমাননার ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এ ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে কুরআন অবমাননাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গতকাল (বুধবার) ড্যানিশ  পররাষ্ট্রমন্ত্রী লার্স লুক রাসমুসেনকে টেলিফোন করে দেশটির প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, ডেনমার্কে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় বিশ্বব্যাপী প্রতিটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি ধর্মের পবিত্র বিষয়গুলোর ওপর হামলার কাজে বাক স্বাধীনতাকে অজুহাত হিসেবে ব্যবহার করা যায় উচিত নয়।তিনি ডেনমার্ক ও সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র  নিন্দা ও ধিক্কার জানান।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, পবিত্র কুরআন অবমাননার ঘটনা রোধ করতে কোপেনহেগেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে তেহরান আশা করছে। এ পর্যন্ত যারা এ ঘটনায় জড়িত ছিল তাদের প্রত্যেকের শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানান আমির-আব্দুল্লাহিয়ান।

ফোনালাপে ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী পবিত্র কুরআন অবমাননার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ডেনমার্ক সরকার এ ঘটনার তীব্র নিন্দা জানায়।বাক ও ধর্মীয় স্বাধীনতা এবং শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনকে ডেনমার্কের সংবিধানের মূল স্তম্ভ হিসেবে অভিহিত করে রাসমুসেন বলেন, কিছু মানুষ এই স্বাধীনতার অপব্যবহার করছে যাকে ‘আমরা সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মনে করি। হাতে গোনা এসব মানুষকে ডেনমার্কের জনগণের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা উচিত হবে না বলে তিনি দাবি করেন।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ