ইসলাম অবমাননাকে অপরাধ ঘোষণা করতে ওআইসি প্রতি ইরানের আহ্বান
(last modified Tue, 01 Aug 2023 03:35:36 GMT )
আগস্ট ০১, ২০২৩ ০৯:৩৫ Asia/Dhaka
  • ভিডিও লিংকের মাধ্যমে যোগ দিয়ে সম্মেলনে বক্তব্য রাখছেন আমির আবদুল্লাহিয়ান।
    ভিডিও লিংকের মাধ্যমে যোগ দিয়ে সম্মেলনে বক্তব্য রাখছেন আমির আবদুল্লাহিয়ান।

পবিত্র কুরআনসহ ইসলাম ধর্ম অবমাননাকে অপরাধ হিসেবে ঘোষণা করার জন্য ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন- জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক- যেকোনো পর্যায়ে এ ধরনের ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করতে হবে

গতকাল (সোমবার) ৫৭ জাতির ওআইসির জরুরি বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সম্প্রতি সুইডেন এবং ডেনমার্কের পবিত্র কুরআনের চরম অবমাননার পর ইরাক এবং সৌদি আরব ওআইসির জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানায়।
ভিডিও লিংকের মাধ্যমে যোগ দিয়ে এই সম্মেলনে আমির আবদুল্লাহিয়ান বলেন, দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ে ইউরোপের কিছু দেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অসহিষ্ণুতা ও সহিংসতার প্রবণতা বেড়েছে। এসব কাজে কোনো কোনো শাসকগোষ্ঠী সরকারি পৃষ্ঠপোষকতা ও সমর্থন রয়েছে যা বড় রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের ২০০ কোটি মুসলমানের বিশ্বাস ও মূল্যবোধের বিরুদ্ধে ঘৃণা এবং বিদ্বেষমূলক তৎপরতা ও পবিত্র কুরআনের প্রতি এই অবমাননা অত্যন্ত উদ্বেগ জনপ্রবণতা তৈরি করেছে।
আমির আবদুল্লাহিয়ান বলেন, ইউরোপের বিভিন্ন দেশে এই ধরনের কর্মকাণ্ড মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের পারস্পারিক সমঝোতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের চেতনাকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে চালানো হচ্ছে। এর মাধ্যমে বিশেষ করে মুসলমানদের সংস্কৃতি এবং ধর্মকে খাটো করে দেখা হচ্ছে যার মাধ্যমে মানবাধিকারের প্রতিও অসম্মান করা হচ্ছে। কথিত বাক-স্বাধীনতার নামে মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধকে এভাবে অবমাননা করার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ