পারস্য উপসাগরের ৩ দ্বীপে ইরানের মহড়া: সামরিক, ভৌগোলিক ও রাজনৈতিক বার্তা
https://parstoday.ir/bn/news/iran-i126444-পারস্য_উপসাগরের_৩_দ্বীপে_ইরানের_মহড়া_সামরিক_ভৌগোলিক_ও_রাজনৈতিক_বার্তা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি পারস্য উপসাগরের তিন দ্বীপ বুমুসা, তুম্বে বুজুর্গ ও তুম্বে কুচাকে মহড়া চালিয়েছে। গত বুধবারের এই মহড়ায় মূল ভূমিকায় ছিল আইআরজিসি'র নৌ ইউনিট।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৫, ২০২৩ ১৪:৩০ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি পারস্য উপসাগরের তিন দ্বীপ বুমুসা, তুম্বে বুজুর্গ ও তুম্বে কুচাকে মহড়া চালিয়েছে। গত বুধবারের এই মহড়ায় মূল ভূমিকায় ছিল আইআরজিসি'র নৌ ইউনিট।

এতে সার্বিক সহযোগিতা করেছে অ্যারোস্পেস ডিভিশন। পারস্য উপসাগরে অনুষ্ঠিত এই মহড়ার সামরিক, ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে।

সামরিক

এই মহড়ায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম দ্রুতগতির নৌযান, কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পন্ন সমুদ্র ড্রোন, উভচর বিমান এবং উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এছাড়া মহড়ার সময় মূল ভূখণ্ড থেকে দ্রুততম সময়ের মধ্যে আইআরজিসি'র সেনাদেরকে দ্বীপগুলোতে পৌঁছানোর নজির তৈরি হয়েছে। মূল ভূখণ্ডের সাগর উপকূল থেকে মাত্র ১৫ মিনিটে হেলিকপ্টার ও বিমানের সাহায্যে সেনাদেরকে বুমুসা দ্বীপে পৌঁছে দেওয়া হয়েছে।

ভৌগোলিক

ইরানের এই তিনটি দ্বীপের ওপর সংযুক্ত আরব আমিরাত মালিকানা দাবি করে আসছে। সম্প্রতি এই দ্বীপগুলো সম্পর্কে আরব আমিরাতের বক্তব্য সম্বলিত একটি বিবৃতিতে সই করে রাশিয়া। এরপর এ নিয়ে অনেক কথা হয়েছে। তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। এর আগে একই ধরণের একটি বিবৃতিতে সই করেছিল চীন। সে সময়ও ইরান চীনা রাষ্ট্রদূতকে ডেকে এনে তীব্র প্রতিবাদ জানিয়েছিল। এবারের মহড়ার মাধ্যমে ইরানের সরকার আবারও এটা স্পষ্ট করেছে যে, তারা দেশের এক বিঘত ভূমির ব্যাপারেও কাউকে ছাড় দেবে না, তা যে প্রান্তেই হোক না কেন। দ্বীপসহ প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সদাপ্রস্তুত রয়েছে।

রাজনৈতিক

আমেরিকা সম্প্রতি পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে। নৌবাহিনীর পাশাপাশি এফ-থার্টি ফাইভ ও এফ-সিক্সটিন জঙ্গিবিমান মোতায়েন করা হয়েছে বলে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা বলছে, ইরানকে মোকাবেলা করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। এ অবস্থায় সাম্প্রতিক মহড়ার মাধ্যমে ইরানও মার্কিন হুমকির মোকাবেলায় নিজেদের প্রস্তুতি তুলে ধরেছে।#  

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।