নৌবহর-৮৬ দেশের জন্য গৌরব বয়ে এনেছে: ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i126490-নৌবহর_৮৬_দেশের_জন্য_গৌরব_বয়ে_এনেছে_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের নৌ বহর-৮৬ দেশের জন্য বড় গৌরব বয়ে এনেছে। তিনি আরও বলেন, 'নৌবহর-৮৬ সাফল্যের সঙ্গে গোটা বিশ্ব পরিভ্রমণ করে মহান দায়িত্ব পালন করেছে। এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বড় গর্বের কাজ করেছেন। ইরানের সমুদ্র ভ্রমণের ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম।'   
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ০৬, ২০২৩ ১৬:৪৮ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের নৌ বহর-৮৬ দেশের জন্য বড় গৌরব বয়ে এনেছে। তিনি আরও বলেন, 'নৌবহর-৮৬ সাফল্যের সঙ্গে গোটা বিশ্ব পরিভ্রমণ করে মহান দায়িত্ব পালন করেছে। এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বড় গর্বের কাজ করেছেন। ইরানের সমুদ্র ভ্রমণের ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম।'   

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের নৌবহর-৮৬ এর কমান্ডার, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা আজ (রোববার) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করেছেন। এ সময় তিনি এসব কথা বলেন। কিছু দিন আগেই নৌবহর-৮৬ এক ঐতিহাসিক বিশ্ব পরিভ্রমণ সাফল্যের সঙ্গে সম্পন্ন করে। এই পরিভ্রমণে সময় লেগেছে ৮ মাস।

সর্বোচ্চ নেতা বলেন, সাড়ে তিনশ' জনের একটা টিম প্রায় আট মাস ধরে পানিতে ভেসে থেকে ৬৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্ব পরিভ্রমণ করেছে। এটা অনেক বড় কাজ। গোটা পৃথিবীতেই এমন ঘটনা খুব কম ঘটে। আপনারা তিনটি মহাসাগর পাড়ি দিয়ে বিজয়বেশে দেশে ফিরেছেন।

তিনি আরও বলেন, এই পরিভ্রমণ দেশের নিরাপত্তা বিধানে ভূমিকা রেখেছে। প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরসহ বিশ্বের অন্যান্য দূরবর্তী অঞ্চলে আপনাদের  উপস্থিতি দেশের নিরাপত্তা বিধানে সাহায্য করছে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন