'পরাশক্তিগুলো পারলে মহাসাগরগুলোকেও নিজেদের নামে লিখে নিতে চায়'
https://parstoday.ir/bn/news/iran-i126510-'পরাশক্তিগুলো_পারলে_মহাসাগরগুলোকেও_নিজেদের_নামে_লিখে_নিতে_চায়'
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, "নৌবহর-৮৬ গোটা বিশ্ব পরিভ্রমণের সময় নানা কঠিন প্রণালী ও জলপথ পাড়ি দিয়েছে। এটা ঐ আয়াতেরই সাক্ষ্য। যেখানে বলা হয়েছে, 'আর তোমরা তাদের মুকাবিলার জন্য যথাসাধ্য প্রস্তুত রাখ'। আপনাদের কাজের মাধ্যমে 'আমরা পারি'- এই বিশ্বাস মানুষের মনে শক্তিশালী হয়েছে। শত্রুরা যখন এমনটা দেখে তখন তারা হাত পা গুটিয়ে নিতে বাধ্য হয়।"
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৬, ২০২৩ ২১:১৩ Asia/Dhaka
  • 'পরাশক্তিগুলো পারলে মহাসাগরগুলোকেও নিজেদের নামে লিখে নিতে চায়'

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, "নৌবহর-৮৬ গোটা বিশ্ব পরিভ্রমণের সময় নানা কঠিন প্রণালী ও জলপথ পাড়ি দিয়েছে। এটা ঐ আয়াতেরই সাক্ষ্য। যেখানে বলা হয়েছে, 'আর তোমরা তাদের মুকাবিলার জন্য যথাসাধ্য প্রস্তুত রাখ'। আপনাদের কাজের মাধ্যমে 'আমরা পারি'- এই বিশ্বাস মানুষের মনে শক্তিশালী হয়েছে। শত্রুরা যখন এমনটা দেখে তখন তারা হাত পা গুটিয়ে নিতে বাধ্য হয়।"

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের নৌবহর-৮৬ এর কমান্ডার, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা আজ (রোববার) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত গেলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'পরাশক্তিগুলো পারলে মহাসাগরগুলোকেও তাদের নিজেদের নামে লিখে নিতে চায়। লুটপাট এবং দুর্নীতি আমেরিকার অন্যতম বৈশিষ্ট্য। ইরানের নৌবহর-৮৬ বিশ্ব পরিভ্রমণ করে এটা বুঝিয়ে দিয়েছে যে, আন্তর্জাতিক পানিসীমায় সবার অধিকার রয়েছে।'  

সর্বোচ্চ নেতা বলেন, 'সব দেশের জন্যই শিপিং এবং সমুদ্রে চলাচলের নিরাপত্তা নিশ্চিত হতে হবে। বর্তমানে মার্কিনীরা তেলবাহী জাহাজে আক্রমণ করছে এবং জলদস্যুদের সাহায্য করছে। এগুলো অনেক বড় অপরাধ। এগুলো আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন যা মেনে নেয়া যায় না।'

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, 'বর্তমানে বিশ্ব বাণিজ্যের ৯০ শতাংশ সমুদ্র পথে সম্পন্ন হয়। সমুদ্র পরিবহন আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সৌভাগ্যবশত আমাদের কয়েক হাজার কিলোমিটার দীর্ঘ সমুদ্র সীমা রয়েছে; আমাদের দেশের উত্তরে সমুদ্র রয়েছে, দেশের দক্ষিণে সমুদ্র ও মহাসাগর রয়েছে। এই সুযোগকে অনেক বেশি কাজে লাগাতে হবে।'  

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন