ইরান থেকে বিদ্যুৎ আমদানি বাড়াচ্ছে পাকিস্তান
https://parstoday.ir/bn/news/iran-i126576-ইরান_থেকে_বিদ্যুৎ_আমদানি_বাড়াচ্ছে_পাকিস্তান
ইরান থেকে বিদ্যুৎ আমদানি বাড়াচ্ছে পাকিস্তান। ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে দেশটি আগের চেয়ে বেশি পরিমাণে বিদ্যুৎ কিনতে যাচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৮, ২০২৩ ১৭:৪৯ Asia/Dhaka
  • ইরান থেকে বিদ্যুৎ আমদানি বাড়াচ্ছে পাকিস্তান

ইরান থেকে বিদ্যুৎ আমদানি বাড়াচ্ছে পাকিস্তান। ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে দেশটি আগের চেয়ে বেশি পরিমাণে বিদ্যুৎ কিনতে যাচ্ছে।

পাকিস্তানের অর্থনৈতিক সমন্বয় বিষয়ক কমিটির সদস্যরা ইরান থেকে আরও ১০৪ মেগাওয়াট বিদ্যুৎ কেনার প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়াও আরও একাধিক প্রস্তাব নিয়ে কাজ করা হচ্ছে বলে জানা গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের পাকিস্তান সফরের কয়েক দিনের মধ্যেই এই প্রস্তাব অনুমোদন করা হলো।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদ সফরকালে পাকিস্তানি নেতাদের সঙ্গে গ্যাস রপ্তানি বিষয়েও আলোচনা করেছেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে বলেছেন, ইরান থেকে পাকিস্তানে গ্যাস রপ্তানির পাইপ লাইন নির্মিত হলে তা দুই দেশের স্বার্থই রক্ষা করবে, উভয় দেশ তা থেকে লাভবান হবে।

বেশ কয়েক বছর আগে ইরানের গ্যাস পাকিস্তানে রপ্তানির লক্ষ্যে পাইপ লাইন নির্মাণের কাজ শুরু হলেও মার্কিন চাপের কারণে ইসলামাবাদ এই প্রকল্প বাস্তবায়ন থেকে বিরত রয়েছে।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন