“ব্রিটিশ রাষ্ট্রদূত কি তার দেশের সাংবাদিকদের নিয়ে কথা বলার সাহস রাখেন?”
(last modified Fri, 11 Aug 2023 08:28:51 GMT )
আগস্ট ১১, ২০২৩ ১৪:২৮ Asia/Dhaka
  • কাজেম গরিবাবাদি
    কাজেম গরিবাবাদি

ইরানের সাংবাদিকদের অবস্থা ও মত প্রকাশের স্বাধীনতা প্রশ্নে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফের ‘ভণ্ডামিপূর্ণ’ অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা কাজেম গরিবাবাদি।

তিনি বলেছেন, ইরান সম্পর্কে ভণ্ড আচরণকারী ব্রিটিশ রাষ্ট্রদূতের কি তার দেশের সাংবাদিকদের অবস্থা ও মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে বক্তব্য দেয়ার সাহস হবে?

শেরক্লিফ মঙ্গলবার জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করে বক্তব্য রাখেন। তিনি ওই দিন নিজের অফিসিয়াল টুইটার বা এক্স পেজে দেয়া এক পোস্টে তার ভাষায় ‘নির্বিচারে আটক সকল ব্যক্তি বিশেষ করে আটক সাংবাদিকদের’ মুক্তি দেয়ার জন্য ইরান সরকারের প্রতি আহ্বান জানান।

গত বছর ইরানে পশ্চিমাদের মদদে দাঙ্গা চলার সময় যেসব সাংবাদিককে আটক করা হয়েছিল ব্রিটিশ রাষ্ট্রদূত তার পোস্টে তাদের প্রতি ইঙ্গিত করেন। এসব সাংবাদিকের বিরুদ্ধে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তাদের মামলার তদন্ত চলছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে শেরক্লিফের বক্তব্যের তীব্র বিরোধিতা করে বলেছে, ব্রিটিশ রাষ্ট্রদূত কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন।তাকে বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

ইরানের সর্বোচ্চ মানবাধিকার বিষয়ক কর্মকর্তা গরিবাবাদি এক্স-এ প্রকাশিত পোস্টে বিস্ময় প্রকাশ করে বলেন, ব্রিটেনের সাংবাদিকদের পরিস্থিতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূত কি কোনো ব্যাখ্যা দিতে পারবেন? তিনি বিভিন্ন অভিযোগে আটক কয়েকজন ব্রিটিশ সাংবাদিকের নাম উল্লেখ করে বলেন, মার্টিন ব্যাংকস, রিচ ফেলগেট ও রিতা পালের মতো বহু সাংবাদিককে ব্রিটিশ সরকার কাল্পনিক অভিযোগে আটক করেছে।অথচ সে প্রসঙ্গ বেমালুম চেপে গিয়ে ব্রিটিশ রাষ্ট্রদূত ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার মতো অনধিকার চর্চা করেছেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১১

 

ট্যাগ