ইরান কখনোই আলোচনা ও কূটনীতির পথ পরিহার করেনি: পররাষ্ট্রমন্ত্রী
-
হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, অবৈধ নিষেধাজ্ঞা অকার্যকর করার প্রক্রিয়া অক্ষুণ্ণ রেখে আলোচনা ও কূটনীতির পথ অনুসরণ অব্যাহত রাখা হয়েছে। কখনোই এই পথ পরিহার করা হয়নি।
ইরানের ন্যায্য অধিকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ক্ষেত্রে চেষ্টা-প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
তিনি আজ (শনিবার) এক টুইটে লিখেছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির সরকার গঠনের শুরু থেকেই ইরানি জাতির স্বার্থ ও অধিকার পুরোপুরি বাস্তবায়নে কূটনীতির ওপর জোর দেওয়া হয়।
চূড়ান্ত ফলাফল অর্জন না হওয়া পর্যন্ত এ লক্ষ্যে রায়িসি সরকারের চেষ্টা অব্যাহত থাকবে।
গত ১০ আগস্ট ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় যে আটক অর্থ রয়েছে তা অবমুক্ত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
মার্কিন নিষেধাজ্ঞার অজুহাত তুলে দক্ষিণ কোরিয়া ইরানের তেল বিক্রির ৬০০ কোটি ডলার গত কয়েক বছর আটকে রেখেছে। এসব অর্থ অবমুক্ত হওয়ার পর কীভাবে ব্যয় হবে তা ইরান সরকার নির্ধারণ করবে।#
পার্সটুডে/এসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।