বন্দি বিনিময়ের সঙ্গে ইরানের অর্থ ফেরত আনার সম্পর্ক নেই: পররাষ্ট্রমন্ত্রী
(last modified Tue, 15 Aug 2023 03:50:14 GMT )
আগস্ট ১৫, ২০২৩ ০৯:৫০ Asia/Dhaka
  • হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

আমেরিকার সঙ্গে বন্দি বিনিময়ের সঙ্গে দেশের বাইরে ইরানের আটকে পড়া অর্থ দেশে ফেরত আনার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

তিনি বলেছেন, “বন্দি বিনিময় একটি সম্পূর্ণ মানবিক ইস্যু এবং এর সঙ্গে বিদেশি ব্যাংকগুলোতে ইরানের আটকে পড়া অর্থ দেশে ফেরত আনার কোনো সম্পর্ক নেই।”

আমির-আব্দুল্লাহিয়ান রোববার তেহরানে এক সংবাদ সম্মেলনে আরো বলেন, “একটি তৃতীয় মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে চুক্তি হয়েছে তাতে দু’টি আলাদা দিক রয়েছে। এর একটি হলো বন্দি বিনিময় আরেকটি হচ্ছে, ইরানের বিরুদ্ধে অবৈধভাবে আরোপিত নিষেধাজ্ঞার কারণে বিদেশি ব্যাংকগুলোতে আটকে পড়া অর্থ তেহরানে ফিরিয়ে আনা।” কিন্তু এই দুটি বিষয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই বলে তিনি মন্তব্য করেন।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, দক্ষিণ কোরিয়ার ব্যাংক থেকে একটি ইউরোপীয় ব্যাংকে অর্থ সরবরাহ করার কাজ শুরু হয় গত ১০ আগস্ট এবং এই প্রক্রিয়া কয়েক ধাপে সম্পন্ন হবে। তিনি বলেন, ওই অর্থ ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা হবে। এই অর্থ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত পণ্য কেনার কাজে ব্যবহার করা যাবে বলে যে শর্ত দেয়া হয়েছে তাকে তিনি বিদ্বেষী আচরণ বলে মন্তব্য করেন।

সম্প্রতি গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে, দক্ষিণ কোরিয়ার কাছে তেল বিক্রি বাবদ ইরানের পাওনা ৬ বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ তেহরানকে ফেরত দেবে সিউল।এর বিনিময়ে ইরানের হাতে আটক কয়েকজন মার্কিন নাগরিককে মুক্ত করে দেয়া হবে। তবে পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ান বললেন, এই দুটি বিষয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ