আগস্ট ২৬, ২০২৩ ১৫:৪৯ Asia/Dhaka
  • ব্রিক্স ব্যাংকে যোগ দেয়ার আলোচনা প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রস্তুত ইরান

ইরানের অর্থনৈতিক কূটনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: তাঁর দেশ ব্রিক্স ব্যাংকে যোগদান বিষয়ক আলোচনা ত্বরান্বিত করতে প্রস্তুত রয়েছে।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিকস ব্যাংক ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ব্রিক্সের সদস্য দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার নামের প্রথম অক্ষর দিয়ে তৈরি হয়েছে বি-আর-আই-সি-এস বা ব্রিক্স। সদস্য দেশগুলোর দেওয়া ১০ হাজার কোটি ডলার মূলধন দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিক্স ব্যাংক। ব্যাংকটির সদর দপ্তর চীনের সাংহাইতে রয়েছে।

সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং বাংলাদেশও পরে এই ব্যাংকে যোগ দিয়েছে। উরুগুয়েও এই ব্যাংকে যোগদানের ব্যাপারে প্রয়োজনীয় আলোচনা শেষ করেছে।

বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, ইরানের অর্থনৈতিক কূটনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মেহেদি সাফারি দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স সম্মেলনের অবকাশে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (ব্রিকস ব্যাংক) প্রধান দিলমা রুসেফের সাথে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন ইরান ২০১৭ সাল থেকে নতুন ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদানের জন্য আলোচনা শুরু করেছে। যোগদানের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য ইরান এখন সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলে জানান জনাব সাফারি।

দিলমা রুসেফও ওই বৈঠকে ব্রিক্সের সদস্যপদ লাভের জন্যিইরানকে অভিনন্দন জানান এবং ব্রিক্স ব্যাংকে ইরানকে স্বাগত জানান। ব্যাংকের ক্ষমতা ও আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী হবার ক্ষেত্রে ব্রিক্স ব্যাংকে ইরানের যোগদান গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন রুসেফ। জনাব সাফারি ব্রিক্স ব্যাংকের প্রধানকে ইরান সফরের আমন্ত্রণ জানান এবং তিনি অদূর ভবিষ্যতে ইরান সফরের ব্যাপারে তাঁর সম্মতির কথা জানান।

উল্লেখ্য ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্প্রতি ব্রিক্সের সদস্য হয়েছে এবং এর পূর্ণ সদস্যপদ ২০২৪ সালের জানুয়ারিতে কার্যকর হবে।#

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ