কাতার এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমির আবদুল্লাহিয়ানের বৈঠক
https://parstoday.ir/bn/news/iran-i127354-কাতার_এবং_ওমানের_পররাষ্ট্রমন্ত্রীর_সঙ্গে_আমির_আবদুল্লাহিয়ানের_বৈঠক
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান কাতার এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন। গতকাল (শনিবার) দুই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন আলাপে এসব বিষয় নিয়ে কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৭, ২০২৩ ১২:১৯ Asia/Dhaka
  • কাতার এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমির আবদুল্লাহিয়ানের বৈঠক

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান কাতার এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন। গতকাল (শনিবার) দুই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন আলাপে এসব বিষয় নিয়ে কথা বলেন।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানির সঙ্গে টেলিফোন আলাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী তেহরান ও দোহার মধ্যকার দ্বীপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার আহ্বান জানান। বিদেশে আটকে থাকা ইরানি অর্থ অবমুক্ত করার ক্ষেত্রে কাতারের ইতিবাচক ভূমিকারও প্রশংসা করেন আমির আবদুল্লাহিয়ান। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীতে কাতারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা যে গঠনমূলক ভূমিকা রাখছেন সে কথা উল্লেখ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি দক্ষিণ কোরিয়া এবং ইরাক থেকে ইরানের আটকে থাকা প্রায় এক হাজার কোটি ডলার অবমুক্ত হয়েছে এবং এর একটি বড় অংশ কাতারের মাধ্যমে ইরান হাতে পাবে বলে চুক্তি হয়েছে।

গতকালের ফোন আলাপে কাতারের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের সঙ্গে ইরানের হৃদ্যতাপূর্ণ সম্পর্কের জন্য তেহরানের প্রশংসা করেন এবং দু'দেশের মধ্যকার সম্পর্ককে আরো জোরদার করা দরকার বলে উল্লেখ করেন।

এদিকে, ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে আমির আব্দুল্লাহিয়ান দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থ নিয়ে আলোচনা করেন। ইরান এবং ওমানের মধ্যে সম্ভাব্য পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তির বিষয়ে তেহরানের প্রস্তুতির কথা জানান হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, এই চুক্তির ধারা-উপধারা চূড়ান্ত করার ব্যাপারে তেহরান প্রস্তুত রয়েছে।

টেলিফোন আলাপে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বাদ্‌র আল-বুসাঈদি ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বাড়ানোর ব্যাপারে তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা বাড়াতে মাস্কাট প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।