এসিডি'র সভাপতি হয়ে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i127442-এসিডি'র_সভাপতি_হয়ে_সদস্য_দেশগুলোর_মধ্যে_সহযোগিতা_শক্তিশালী_করবে_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ এশিয়ান কো-অপারেশন ডায়ালগ বা এসিডি’র সভাপতির দায়িত্ব পাওয়ার পর এর সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আপ্রাণ চেষ্টা চালাবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৯, ২০২৩ ১১:৪০ Asia/Dhaka
  • এসিডি'র সভাপতি হয়ে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করবে ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ এশিয়ান কো-অপারেশন ডায়ালগ বা এসিডি’র সভাপতির দায়িত্ব পাওয়ার পর এর সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আপ্রাণ চেষ্টা চালাবে।

তিনি গতকাল (সোমবার) তেহরান সফররত এসিডির মহাসচিব পর্নচাই ডানভিভাটানার সঙ্গে এক বৈঠকে এ আশ্বাস দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসিডির সভাপতির দায়িত্ব পাওয়ার পর ইরান এই সংস্থা গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্যও ব্যাপক চেষ্টা চালাবে। 

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, কুয়েতে অবস্থিত এসিডির সচিবালয় সংস্থাভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি বলেন, তেহরানে অবস্থিত এসিডির সংস্কৃতি ও পর্যটন সমন্বয় কেন্দ্রের সঙ্গে কুয়েত-ভিত্তিক সচিবালয়ের মধ্যে আরো বেশি সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ করবে ইরান।

সাক্ষাতে ডানভিভাটানা এসিডির আসন্ন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ব্রিফ করেন। আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে নিউ ইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এসিডির পরবর্তী এক বছরের সভাপতির দায়িত্ব পাবে ইরান।

এশিয়া কো-অপারেশন ডায়ালগ বা এসিডি এশিয়া মহাদেশব্যাপী একটি ফোরাম যা ২০০২ সালে থাইল্যান্ডে যাত্রা শুরু করেছিল। এসিডির লক্ষ্য এই মহাদেশের প্রতিটি দেশের মধ্যে সংযোগ স্থাপন করা এবং অন্য কোনো সংস্থাকে অনুসরণ না করে বা অন্য কারো বিরুদ্ধে কাজ না করে একটি এশিয়ান সমাজ গড়ে তোলা। #

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।